Mamata Banerjee

TMC: মমতাকেই প্রধানমন্ত্রী চাই আমরা, তৃণমূল সংসদীয় দলের বৈঠকের পর ঘোষণা কল্যাণের

গত শুক্রবার তৃণমূল সংসদীয় দলের চেয়ারপার্সন মনোনীত হয়েছিলেন মমতা। তারপর এই প্রথম দলের সাংসদদের নিয়ে বৈঠক করলেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২১ ১৫:১৯
Share:

দিল্লিতে তৃণমূল সংসদীয় দলের বৈঠকে মমতা। নিজস্ব চিত্র।

দিল্লি সফরের তৃতীয় দিনে তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুরে তৃণমূলের রাজ্যসভা সাংসদ সুখেন্দুশেখর রায়ের বাড়িতে এই বৈঠক হয়। বৈঠকে হাজির ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন-সহ দলের লোকসভা ও রাজ্যসভা সাংসদেরা।

বৈঠক শেষে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা প্রধানমন্ত্রী পদে দেখতে চাই। এখন দেশের মধ্যে তিনিই বিরোধী রাজনৈতিক শিবিরের প্রধান মুখ। তাঁর নেতৃত্বেই বিজেপি-কে হঠানো সম্ভব। দলের সংসদীয় কমিটির বৈঠকে আমরা সব সাংসদ মিলে সেই প্রস্তাবই দিয়েছি। আমরা তাঁর নেতৃত্বেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াই করে নরেন্দ্র মোদী সরকারকে উৎখাত করতে চাই।’’

Advertisement

পাশাপাশি মমতার দিল্লি সফর প্রসঙ্গে কল্য়াণের মন্তব্য, ‘‘সংসদের অধিবেশনের সময় তাঁর দিল্লি আগমনে আমরা উজ্জীবিত। তাঁর নেতৃত্বেই আমাদের লড়াই চলছে, চলবে।’’

গত শুক্রবার তৃণমূল সংসদীয় দলের চেয়ারপার্সন মনোনীত হয়েছিলেন মমতা। তারপর এই প্রথম দলের সাংসদদের নিয়ে বৈঠক করলেন তিনি। তৃণমূল সূত্রের খবর, বুধবারের বৈঠকে কেন্দ্রে বিজেপি বিরোধী জোট গঠনের পাশাপাশি চলতি বাদল অধিবেশনে সংসদীয় দলের ‘রণকৌশল’ নিয়েও আলোচনা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement