Mother Kills Daughter

প্রেমিকের সঙ্গে কথা বলায় আপত্তি, ছেলেকে সঙ্গে নিয়ে মেয়েকে খুন মায়ের! জেরায় খুনের কথা কবুল

মা জানিয়েছিলেন, মেয়েকে অপহরণ করে ধর্ষণ করা হয়েছে। কিন্তু বাড়ির লোকেদের বয়ান নিতে গিয়ে সন্দেহ হয় পুলিশের। তদন্তে বেরোয়, নিখোঁজ নয়, সোনুকে ঠান্ডা মাথায় খুন করে কুয়োয় ফেলা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ মে ২০২৩ ১৪:১৩
Share:

রাজস্থানে মায়ের বিরুদ্ধে মেয়েকে খুন করার অভিযোগ, গ্রেফতার। — প্রতীকী ছবি।

প্রেমিকের সঙ্গে ফোনে মেয়ের কথা বলায় আপত্তি মায়ের। ছেলেকে সঙ্গে নিয়ে তাই মেয়েকেই খুন করলেন মা। এমনই অভিযোগে মা এবং ছেলেকে গ্রেফতার করেছে রাজস্থানের পুলিশ। নজর ঘোরাতে মেয়ের নিখোঁজ হয়ে যাওয়ার অভিযোগ দায়ের করেন মা। কিন্তু জেরার মুখে ভেঙে পড়ে অবশেষে কবুল করেন, তিনিই মেয়েকে মেরেছেন।

Advertisement

পুলিশ সূত্রে খবর, গত ২৯ এপ্রিল অজমেরের মনপুরা জঙ্গলের ভিতর একটি পরিত্যক্ত কুয়োয় এক নাবালিকার দেহ উদ্ধার হয়। পরে পরিচয় উদ্ধার হওয়ার পর জানা যায়, সোনু নামে ওই নাবালিকার নিখোঁজ হয়ে যাওয়ার অভিযোগ দায়ের হয়েছে নিকটবর্তী থানায়। বাড়ির লোকেরা জানিয়েছিল, মেয়েকে অপহরণ করে ধর্ষণ করা হয়েছে। কিন্তু সোনুর বাড়ির লোকেদের বয়ান নিতে গিয়ে সন্দেহ জাগে পুলিশের। তদন্তে বেরোয়, নিখোঁজ নয়, সোনুকে ঠান্ডা মাথায় খুন করে কুয়োয় ফেলা হয়েছে।

তার পরেই শুরু হয় বাড়ির লোকেদের জেরা। জেরার মুখে ভেঙে পড়েন সোনুর মা শান্তি। কবুল করেন, তিনিই খুন করেছেন মেয়েকে। পুলিশ সূত্রে খবর, সোনু ফোনে এক যুবকের সঙ্গে কথা বলত। তা নিয়ে আপত্তি ছিল শান্তির। এক দিন মেয়েকে ফোনে ব্যস্ত থাকতে দেখে রাগের মাথায় মেয়েকে খুন করার পরিকল্পনা করেন। সেই কাজে সঙ্গে নেন ছেলেকে। দু’জন মিলে কুঠার দিয়ে কুপিয়ে মেয়েকে খুন করে দেহ ফেলে দেয় পরিত্যক্ত কুয়োয়।

Advertisement

তার পর থানায় গিয়ে মেয়ের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন মা। কিন্তু শেষ রক্ষা হল না। পুলিশ শান্তি এবং তাঁর ছেলেকে গ্রেফতার করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement