Rajasthan

ধর্ষণের অভিযোগ তুলতে অভিযুক্তের কাছে ১৫ লক্ষ টাকা দাবি! ধৃত মা-মেয়ে

সেই টাকা নেওয়ার সময় মা-মেয়ে-সহ তিন জন মহিলাকে রবিবার গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি সম্প্রতি ঘটেছে রাজস্থানের জয়পুরে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৯ ১৭:২৫
Share:

গ্রেফতারির প্রতীকী ছবি। নিজস্ব চিত্র।

প্রথমে ধর্ষণের অভিযোগ করেছিলেন। তার পর সেই ধর্ষণের অভিযোগ তুলে নেওয়া ও মিটমাট করার জন্য অভিযুক্তদের কাছে দাবি করেছিলেন ১৫ লক্ষ টাকা। সেই টাকা নেওয়ার সময় মা-মেয়ে-সহ তিন জন মহিলাকে রবিবার গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি সম্প্রতি ঘটেছে রাজস্থানের জয়পুরে।

Advertisement

অনুরাধা কপূর। ৪৩ বছরের এই মহিলা রাজেন্দ্র ব্যস ও অনিল আহুজা নামের দুই ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন গত ১৬ জুলাই। কিন্তু তার পর ওই মহিলা নিজের বয়ান পরিবর্তন করে ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি দেবেন বলে ১৫ লক্ষ টাকা দাবি করেন ওই দুই অভিযুক্তের কাছে।

তাঁদের কাছ থেকে ইতিমধ্যেই ওই মহিলা সাড়ে ছয় লক্ষ টাকা নিয়েছিলেন বলে জানিয়েছেন ডিসিপি ইস্ট রাহুল জৈন। তারপর ওই মহিলার ব্ল্যাকমেলিংয়ের কথা পুলিশকে জানান রাজেন্দ্র ও অনিল। এই মহিলারা বাকি সাড়ে আট লক্ষ টাকা নেওয়ার জন্য রবিবার জয়পুরের হোটেলে আসেন। সেই টাকা লেনদেনের সময়ই আটক করা হয় তিন মহিলাকে।

Advertisement

পুলিশ অফিসার রাহুল জৈন বলেছেন, ‘‘এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অনুরাধা ছাড়া বাকিরা হলেন অনুরাধার মা ৬৭ বছরের মলি কপূর ও তাঁদের বাড়ির পরিচারিকা ২৮ বছরের চিঙ্কি।’’ ওই তিনজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৮৪ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: জঙ্গলে রুদ্ধশ্বাস অ্যাডভেঞ্চারে মোদী! সঙ্গী কে জানেন?

আরও পড়ুন: গরু এ বার আইআইটির ক্লাসরুমে!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement