ছবি: সংগৃহীত।
চলতি বছরে কোভিড গোটা পৃথিবীকে নাড়িয়ে দিয়ে গিয়েছে। তার ছাপ পড়েছে টুইটারেও। টুইটার-ইন্ডিয়ার সমীক্ষা বলছে, এ দেশে ২০২০ সালে সব থেকে বেশি টুইট করা হয়েছে কোভিড নিয়ে। তার পরেই রয়েছে অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের অপমৃত্যু। বলিউডে স্বজনপোষণ, মাদক ইত্যাদি বিতর্ক উস্কে দেওয়া এই ঘটনা, তার পক্ষে-বিপক্ষে টুইট মিলিয়ে জনপ্রিয়তায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে এই বিষয়টি। তৃতীয় স্থানে রয়েছে দেশকে নাড়িয়ে দেওয়া হাথরস কাণ্ড।
টুইটারের জনপ্রিয়তা ক্রমবর্ধমান। বিশিষ্ট ব্যক্তিত্ব, নেতা-মন্ত্রী ছাড়াও সংবাদমাধ্যমগুলিকও দ্রুত ব্রেকিং নিউজ় ছড়াতে এর ব্যবহার করছে। সেখানেই চর্চা চলছে নানা বিষয়ের। তবে এর মধ্যেও আমোদ ভুলছে না দেশবাসী। সব থেকে বেশি ব্যবহার হয়েছে ‘হাসতে হাসতে কেঁদে ফেলার’ ইমোজি। সব থেকে বেশি রিটুইট হয়েছে অভিনেতা বিজয়ের ভক্তকূলের সঙ্গে সেলফি! তেমনই খেলায় সব থেকে বেশি আলোচিত হয়েছে এ বছরের আইপিএল! রামায়ণ ও মহাভারত টেলি-সিরিয়ালের প্রত্যাবর্তন নিয়েও টুইটও জনপ্রিয়তায় শীর্ষে।
কেউ কেউ অবশ্য টুইটারকে হাতিয়ার করে বিভ্রান্তির কথাও তুলছেন। ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও নির্ভরতার কারণে বিভ্রান্তিমূলক কথাও টুইটারে ছড়ানো হয়। এ বছর রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে সব থেকে বেশি রিটুইট হয়েছে কোভিড কালে প্রধানমন্ত্রীর প্রদীপ জ্বালানোর ছবি। অতিমারিতে দেশজুড়ে প্রদীপ জ্বালিয়ে কী লাভ হয়েছে সেই প্রশ্নও কিন্তু উঠেছে।