National News

ওদের ঘুম ছুটেছে, ফিরেই হুঙ্কার মোদীর! পাশে চান সত্ নাগরিকদের

যত দিন যাচ্ছে, নোট বাতিল নিয়ে সরকারের উপর চাপ বাড়ছে। কিন্তু বিদেশ থেকে ফিরেই নরেন্দ্র মোদী জানিয়ে দিলেন, পিছিয়ে আসার প্রশ্ন তো নেই-ই বরং কালো টাকার বিরুদ্ধে, বেআইনি সম্পত্তির বিরুদ্ধে, আরও কঠোর পদক্ষেপ নিতে চলেছে সরকার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০১৬ ১৩:২২
Share:

ফাইল চিত্র।

যত দিন যাচ্ছে, নোট বাতিল নিয়ে সরকারের উপর চাপ বাড়ছে। কিন্তু বিদেশ থেকে ফিরেই নরেন্দ্র মোদী জানিয়ে দিলেন, পিছিয়ে আসার প্রশ্ন তো নেই-ই বরং কালো টাকার বিরুদ্ধে, বেআইনি সম্পত্তির বিরুদ্ধে, আরও কঠোর পদক্ষেপ নিতে চলেছে সরকার। গোয়ায় এক অনুষ্ঠানে আজ ভাষণ দিলেন প্রধানমন্ত্রী। প্রত্যাশিত ভাবেই গোটা বক্তৃতা জুড়ে ছিল নোট বাতিল নিয়ে সম্প্রতিক ঘটনাপ্রবাহ। মোদীর হুঙ্কার, কালো টাকার কারবারিদের ঘুম ছুটে গেছে। “আট তারিখ রাতে (যে দিন নোট বাতিলের ঘোষণা করেন তিনি) অনেকেই নিশ্চিন্তে ঘুমিয়েছেন। আবার কাউকে কাউকে ঘুমের ওষুধ খুঁজতে হয়েছে”- বলেন প্রধানমন্ত্রী। মোদীর কথায়, “যা করেছি দেশের জন্যই করেছি। দেশকে অন্ধকারে রেখে কিছু করিনি।” গত ৭০ বছর ধরে দেশের কোনও সরকার যা করতে পারেনি তাঁর সরকার ১৭ মাসে তা করে দেখিয়েছে বলেও দাবি প্রধানমন্ত্রীর।

Advertisement

দু’লক্ষ টাকার উপর গয়না কিনলে প্যান (পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর) দেওয়া বাধ্যতামূলক করেছে সরকার। মোদী জানান, অনেক সাংসদ তাঁকে এই সিদ্ধান্ত না নেওয়ার জন্য চাপ দিয়েছিল। ধন জন যোজনা নিয়ে বিরোধীদের বিদ্রুপের কথাও মনে করিয়ে দেন মোদী। বলেন, এখন তাঁরা বুঝতে পারছেন কেন এটা করা হয়েছিল। প্রধানমন্ত্রী জানান, ধন জন যোজনায় যে সব অ্যাকাউন্ট তৈরি হয়েছে তাতে জমা পড়েছে ৪৫ হাজার কোটি টাকা।

নোট বাতিল প্রক্রিয়া নিয়ে বলতে গিয়ে মোদী বলেন, অনেক আগে থেকেই কালো টাকা জমা করার জন্য সরকার বার্তা দিয়েছিল। যারা তাতে কান দেয়নি তাদের বিরুদ্ধে গত ১০ মাস ধরে গোপন প্রস্তুতি চালানো হয়েছে।

Advertisement

সাধারণ মানুষের কিছুটা অসুবিধে হচ্ছে, এটা মেনে নেন প্রধানমন্ত্রী। এবং বলেন, অসুবিধে মেনে নিয়েই মানুষ এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে। সবাই বলছেন, এতে দেশের ভাল হবে। দেশের সমস্ত সত্ নাগরিককে এই অভিযানে তাঁর সরকারের সঙ্গে থাকার আবেদনও জানিয়েছেন নরেন্দ্র মোদী।

আরও খবর...

এখানেই থামছি না, বললেন মোদী, এর পর টার্গেট বেনামি সম্পত্তি

আমাকে ওরা বাঁচতে দেবে না, হয়তো ধ্বংস করে দেবে, আশঙ্কা প্রকাশ মোদীর

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement