এই ক্ষেপণাস্ত্র পরিকাঠামো প্রায় দুর্ভেদ্য করে দিতে পারে ভারতীয় আকাশসীমাকে। —ফাইল চিত্র।
বিশ্বের অন্যতম সেরা এয়ার ডিফেন্স সিস্টেম এস-৪০০ ট্রায়াম্ফ কিনতে চলেছে ভারত। ৩৯ হাজার কোটি টাকা খরচ করে রাশিয়ার কাছ থেকে এই ক্ষেপণাস্ত্র পরিকাঠামো কেনা হচ্ছে। চলতি সপ্তাহেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই চুক্তিতে সই করবেন বলে জানা গিয়েছে। এস-৪০০ ট্রায়াম্ফ ভারতের আকাশসীমাকে প্রায় দুর্ভেদ্য করে তুলতে সক্ষম। যে কোনও ধরনের ক্ষেপণাস্ত্র হানা রুখে দেওয়ার ক্ষমতা রয়েছে এই এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমটির।
এস-৪০০ ট্রায়াম্ফ এয়ার ডিফেন্স সিস্টেমের ৫টি ইউনিট কিনতে চলেছে ভারত। যে সব সীমান্তে প্রতিপক্ষের আগ্রাসন রয়েছে তথা আকাশসীমা আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে, সেই সব সীমান্তেই প্রথমে মোতায়েন করা হবে এস-৪০০ ট্রায়াম্ফ। দেশের বিভিন্ন উচ্চ গুরুত্বের পরিকাঠামো, গুরুত্বপূর্ণ সরকারি ভবন এবং পরমাণু কেন্দ্রগুলিকেও নিরাপত্তার প্রশস্ত আচ্ছাদনে ঘিরে রাখবে এই ক্ষেপণাস্ত্র পরিকাঠামো। অর্থাৎ এস-৪০০ ট্রায়াম্ফ-এর কল্যাণে এই সব গুরুত্বপূর্ণ পরিকাঠামোয় আকাশপথে কোনও আক্রমণ চালানো সম্ভব হবে না।
এস-৪০০ ট্রায়াম্ফ ক্ষেপণাস্ত্র পরিকাঠামোয় যে রাডার থাকে, তা এতই শক্তিশালী যে স্টেল্থ ফাইটারও তাকে ফাঁকি দিতে পারে না। স্টেল্থ ফাইটার গোত্রের যুদ্ধবিমান আকাশে নিজের অস্তিত্বকে এতটাই লুকিয়ে রাখতে সক্ষম যে সাধারণ রাডারে তা ধরা পড়ে না। কিন্তু রাশিয়ার তৈরি এস-৪০০ ট্রায়াম্ফ এয়ার ডিফেন্স সিস্টেমকে সেই স্টেল্থ ফাইটারগুলিও ফাঁকি দিতে পারে না।
শুধু যুদ্ধবিমান নয়, আকাশপথে ধেয়ে আসা যে কোনও বিপদকেই রুখে দিতে পারে এস-৪০০ ট্রায়াম্ফ। দেশের আকাশসীমার দিকে প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্র ধেয়ে এলেই এস-৪০০ ট্রায়াম্ফের স্বয়ংক্রিয় মিসাইল ব্যাটারি বা লঞ্চ প্যাড থেকে ক্ষেপণাস্ত্র ছুটে গিয়ে মাঝ আকাশে প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করে দেয়। অর্থাৎ এস-৪০০ ট্রায়াম্ফ ভারতের হাতে এলে চিন বা পাকিস্তানের পক্ষে ক্ষেপণাস্ত্র ছুড়ে ভারতে পরমাণু হামলা চালানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। কারণ চিন-পাকিস্তানের পরমাণু শক্তিধর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলিকে মাঝ আকাশেই রুখে দিতে পারবে এই এয়ার ডিফেন্স ব্যবস্থা।
এক সঙ্গে অনেকগুলি দিক থেকে আক্রমণ ছুটে এলেও এই রুশ এয়ার ডিফেন্স সিস্টেম তাকে রুখতে সমর্থ। এক সঙ্গে ৩০০টি টার্গেটের উপর নজরদারি চালাতে পারে এস-৪০০ ট্রায়াম্ফের রাডার। আর এর স্বয়ংক্রিয় মিসাইল ব্যাটারি এক সঙ্গে ৩৬টি ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে। ৪০০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রগুলি লক্ষ্যভেদেও অব্যর্থ।
রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ট্রায়াম্ফ কেনার বিষয়ে অনেক দিন আগে থেকেই কথাবার্তা চালাচ্ছিল ভারত। কিন্তু প্রাথমিক ভাবে রাশিয়া ভারতকে এই বিশ্বসেরা এয়ার ডিফেন্স সিস্টেম দিতে রাজি ছিল না। মস্কোর মন বদলেছে বলে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর। ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে রুশ প্রেসিডেন্ট এখন ভারতেই রয়েছেন। এস-৪০০ ট্রায়াম্ফ ভারতকে বিক্রি করার বিষয়ে চুক্তি স্বাক্ষর করেই তিনি ফিরবেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: জঙ্গিরা নয়, পাকিস্তানের সেনাই তাদের পরমাণু নিরাপত্তার শত্রু: মেনন
ভারতীয় নৌসেনার জন্য বেশ কিছু ফ্রিগেট গোত্রের রণতরী তৈরি করার কথা রাশিয়ার। ভারত-রুশ যৌথ উদ্যোগে কামোভ-২২৬ মাল্টি-টাস্ক হেলিকপ্টার তৈরির কথাও রয়েছে। সে সব চুক্তিও পুতিনের চলতি ভারত সফরেই স্বাক্ষরিত হতে চলেছে।