আইএসের নয়া ভিডিও প্রকাশ, নিশানায় মোদী

নরেন্দ্র মোদী ইসলাম বিরোধী— এমন দাবিই শোনা গেল ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর সাম্প্রতিক এক ভিডিও ফুটেজে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০১৭ ০১:৫৮
Share:

নরেন্দ্র মোদী ইসলাম বিরোধী— এমন দাবিই শোনা গেল ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর সাম্প্রতিক এক ভিডিও ফুটেজে।
বিশেষজ্ঞরা বলছেন, ইস্তানবুলের নাইটক্লাবে হানা দেওয়ার দিন কয়েক আগে তৈরি হয়েছিল এই ভিডিওটি। আইএস সেই ভিডিওয় তুরস্কে হামলা চালানোর ডাক দিয়েছিল। ১৯ মিনিটের ওই ভিডিও ফুটেজে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের পাশাপাশি দেখা গিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এরদোগান এবং মোদী, দু’জনেই ইসলাম বিরোধী বলে জানানো হয়েছে ভিডিওতে।
ক্রস শিল্ড নামে আরবি এবং তুর্কি ভাষায় প্রকাশিত ওই ভিডিওতে দেখা যাচ্ছে, সিরিয়ায় আইএস জঙ্গিরা তুরস্ক থেকে অপহৃত দুই সেনাকে জীবন্ত পুড়িয়ে মারছে। শুরুতে এরদোগানের সমালোচনা কারণ তিনি সিরিয়ায় আইএসের বিরুদ্ধে লড়াইয়ে মদত দিচ্ছেন। এর পরে এক এক করে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, পোপ ফ্রান্সিস, মায়ানমারের প্রাক্তন প্রেসিডেন্ট থেইন সেন এবং কয়েক জন ইজরায়েলি নেতাকেও ইসলাম বিরোধী বলে তোপ দেগেছে জঙ্গিরা। এই সূত্রেই জুড়েছে মোদীর নাম। এরদোগান এবং মোদীর যে ছবিটি জঙ্গিরা ব্যবহার করেছে, সেটি ২০১৫-র নভেম্বরের তুরস্কে জি ২০ শীর্ষ সম্মেলনের
ফাঁকে তোলা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement