CPM

চিনের নামে লোক খ্যাপাচ্ছে সরকার, তির সিপিএম নেতার

জেলা সম্মেলনে পিল্লাই ব্যাখ্যা করেছেন, সমাজতান্ত্রিক পথে চিন অর্থনীতির প্রভূত উন্নতি করেছে, দারিদ্র অনেকটাই কমিয়ে এনেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২২ ০৬:৪০
Share:

সিপিএমের বর্ষীয়ান পলিটবুরো সদস্য এস রামচন্দ্রন পিল্লাই। ছবি সংগৃহীত।

যে কোনও সুযোগেই মোদী সরকারের চিন-বিরোধী বিষোদগারের আসল উদ্দেশ্য কমিউনিস্টদের হেয় প্রতিপন্ন করা, এমন অভিযোগে এ বার সরব হলেন সিপিএমের বর্ষীয়ান পলিটবুরো সদস্য এস রামচন্দ্রন পিল্লাই। কেরলে সিপিএমের কোট্টয়ম জেলা সম্মেলনের উদ্বোধনী আসরে পিল্লাই বৃহস্পতিবার বলেছেন, ‘‘চিনের নাম করে মোদী সরকার আসলে কমিউনিস্ট তথা বামপন্থীদের বিরুদ্ধে মানুষকে খ্যাপাতে চাইছে। আমাদের প্রতিপক্ষেরা সচেতন ভাবেই এই চেষ্টা চালিয়ে যাবে এবং আমাদের যুক্তিপূর্ণ ভাবে এই আক্রমণের মোকাবিলা করতে হবে।’’

Advertisement

জেলা সম্মেলনে পিল্লাই ব্যাখ্যা করেছেন, সমাজতান্ত্রিক পথে চিন অর্থনীতির প্রভূত উন্নতি করেছে, দারিদ্র অনেকটাই কমিয়ে এনেছে। বিশ্ব রাজনীতিতে তারা আমেরিকার প্রতিস্পর্ধী হয়ে দাঁড়িয়েছে। চিনের ভাল কাজের কথা তাঁরা বলেন। তার মানে এই নয় যে, চিন আর এ দেশের কমিউনিস্ট পার্টি সমার্থক! করোনা ভাইরাসের উদাহরণ টেনেও পিল্লাই বলেছেন, কোভিডের অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে তার প্রতিষেধকও ১১৬টি দেশকে দিয়েছে চিন। তাঁর অভিযোগ, ‘‘মোদীর সরকারের বন্ধু হল আমেরিকা। আমাদের বিদেশ নীতি আমেরিকার কাছে আত্মসমর্পণ করেছে। আমেরিকার বন্ধুকে বন্ধু বলতে হবে, শত্রুকে শত্রু! এ দিকে আমাদের প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গে আগের মতো সু-সম্পর্ক নেই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement