পরিবর্তন র্যালিতে মোদী। ফাইল চিত্র।
নোট বাতিল বা কালো টাকা নয়, উত্তরপ্রদেশের মোরাদাবাদের জনসভায় আজ বক্তৃতা করতে গিয়ে দারিদ্রমুক্ত দেশ গড়ার উপরেই প্রধান জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার মোরাদাবাদে পরিবর্তন র্যালিতে গিয়ে দেশের গবির মানুষদের এই বার্তাই দিতে চাইলেন যে, তাঁদের জন্যই কাজ করে যেতে চান তিনি। তাঁর দাবি এত দিন ধরে যে বঞ্চনা সহ্য করে এসেছেন দেশের গরিব মানুষ, তিনি আর তা হতে দেবেন না। নাম না করে কংগ্রেসকে কটাক্ষ করে মোদী বলেন, “৭০ বছর ধরে দেশকে লাইনে দাঁড় করিয়ে রেখেছে, সেই লাইন বন্ধ করতে এটাই শেষ লাইন।”
মোদী বলেন, দেশের উন্নয়ন করতে গেলে বড় বড় রাজ্যগুলির উন্নতির প্রয়োজন। আর সে কারণেই উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্রের মতো রাজ্যগুলির উপর নজর দিয়েছে তাঁর সরকার। শুধু আয়তনের দিক থেকেই নয়, জনসংখ্যার দিক থেকেও এই রাজ্যগুলি বড়। আর সেখানে দরিদ্রের সংখ্যাও প্রচুর। মোদী বলেন, “দেশের এমন অনেক জায়গা আছে যেখানে বিদ্যুত্ পৌঁছয়নি। দেখে মনে হয় সেই জায়গাগুলো যে ১৮ শতাব্দীতেই পড়ে রয়েছে।” মোদী জানান, ১৮ হাজার গ্রামে এখনও বিদ্যুতের খুঁটি পৌঁছয়নি। তাঁর সরকারের অন্যতম লক্ষ্য হবে ওই সব জায়গায় যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যুত্ পৌঁছে দেওয়া।
মোদীর কথায়, “৭০ বছর ধরে শুরু রাজনীতিই হয়েছে, আর কিছুই হয়নি।” তাঁর দাবি, গরিবদের নিয়ে আর রাজনীতি হতে দেবেন না। তাঁদের উন্নতিই হবে কেন্দ্রের বিজেপি সরকারের একমাত্র লক্ষ্য। এখন গরিবরা নিজেদের সমস্যার কথা খুলে বলতে পারছেন। প্রয়োজনে তাঁকে চিঠি লিখেও জানাচ্ছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, “গরিবরা আগে উঁচু গলায় কথা বলতে পারত না। এখন আমাকে চিঠি লিখে হিসাব চান।” মোদী আরও বলেন, “কোনও ঘোষণার পর একমাত্র এই সরকারই পাই-পাই হিসেব দেয়।”
আগের সরকারকে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি। তাঁর বক্তব্য, নিজের জন্য সব সরকারই ভেবেছে। একমাত্র তাঁর সরকারই ভাবে সাধারণ মানুষদের জন্য, গরিবদের জন্য।
দেশের উন্নয়ন, গরিবদের উন্নয়নের বার্তা দেওয়ার পাশাপাশি দেশকে তিনি দুর্নীতিমুক্ত করে ছাড়বেন সেই প্রতিশ্রুতিও দিলেন পরিববর্তন র্যালির মঞ্চ থেকে। নোট বাতিলের পর থেকেই তার সরকারকে নানা প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। বিরোধীরা এককাট্টা হয়েছে মোদীকে একঘরে করার জন্য। মমতা থেকে শুরু করে কেজরীবাল, লালু, মুলায়ম, মায়াবতী সকলেই মোদীর নোট বাতিলের সিদ্ধান্তকে ভুল বলে মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছেন। কিন্তু মোদী অনড়। নিশানা হয়েছেন, আবার পাল্টা আক্রমণও করেছেন। যেমনটা এ দিনও করলেন মোরাদাবাদে।
মোদীর প্রশ্ন, “দেশকে দুর্নীতিমুক্ত করার চেষ্টা করছি, এটাই আমার অপরাধ? গরিবদের উপকার করতে চাইছি, এটাই আমার অপরাধ?” তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, এত দিন ধরে যারা দেশকে লুঠেছেন, গরিবদের অধিকার ছিনিয়ে নিয়েছেন তাঁদের সময় ঘনিয়ে এসেছে। গরিবদের পয়সা তিনি লুঠতে দেবেন না। মোদী বলেন, “আফসোস হয় যখন দেখি দেশেরই কিছু লোক আমাকে অপরাধী বানাচ্ছেন।”
কালো টাকার কারবারিদের ফের সতর্কবার্তা দিলেন মোদী। বলেন, “বেইমানদের কোনও ভাবেই রেয়াত করা হবে না।” পাশাপাশি এটাও বলেন, “আগে এক শ্রেণির মানুষ মানি মানি বলত, এখন তাঁদের মুখে মোদী-মোদী।”
নাম না করে ফের কংগ্রেসকে আক্রমণ করেন মোদী। বলেন, “আমার কোনও বস নেই যাঁর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। দেশবাসীই আমার হাই কম্যান্ড।”
আরও খবর...