national news

Rajasthan: ট্রাক্টর চোর সন্দেহে গণপিটুনি! সবজি বিক্রেতাকে খুনের অভিযোগ রাজস্থানে

চোর সন্দেহে এক প্রৌঢ়কে পিটিয়ে হত্যার অভিযোগ রাজস্থানের আলওয়ারে। থানায় অভিযোগ দায়ের করেছেন নিহতের ছেলে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২২ ১১:৪৫
Share:

রাজস্থানের আলওয়ারে গণপিটুনিতে মৃত্যুর অভিযোগ। প্রতীকী ছবি।

ট্রাক্টর চোর সন্দেহে গণপিটুনিতে এক সবজি বিক্রেতাকে হত্যার অভিযোগ রাজস্থানের আলওয়ারে। চিরঞ্জি লাল সাইনি নামে বছর পঞ্চাশের এক প্রৌঢ়কে ২০-২৫ জন পিটিয়ে মারেন বলে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আলওয়ার জেলার রামবাস গ্রামে ট্রাক্টর চুরি করে পালাচ্ছিলেন কয়েক জন। তাঁদের ধাওয়া করেছিলেন পুলিশ ও ট্রাক্টর মালিক। শেষে মাঠে ট্রাক্টর রেখেই ‘চোরেরা’ চম্পট দেন। সে সময় মাঠেই বসেছিলেন ওই প্রৌঢ়। মাঠে প্রৌঢ়কে দেখে ট্রাক্টর মালিক ভাবেন চিরঞ্জিই চোর। এর পরই তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ।

ঘটনাস্থলে গিয়ে চিরঞ্জিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান পুলিশকর্মীরা। পরে তাঁকে জয়পুরের হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই ওই প্রৌঢ়ের মৃত্যু হয়।

Advertisement

এই ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে গোবিন্দগড় থানার সামনে বিক্ষোভ দেখান কয়েক জন। থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন নিহতের ছেলে যোগেশ। প্রসঙ্গত, রাজস্থানের আলওয়ারে এর আগেও গণপিটুনিতে মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এসেছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement