শোভাযাত্রা ঘিরে উত্তপ্ত নান্দেড়।
ধর্মীয় শোভাযাত্রায় অনুমতি না দেওয়ায় পুলিশের উপর তরবারি নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠল মহারাষ্ট্রের নান্দেড়ে। এই ঘটনায় আহত হয়েছেন চার পুলিশকর্মী।
পুলিশ সূত্রে খবর, সোমবার শিখদের একটি ধর্মীয় শোভাযাত্রা হওয়ার কথা ছিল। কিন্তু যে হারে রাজ্যে কোভিড সংক্রমণ বাড়ছে, সে দিকটার কথা ভেবে ওই শোভাযাত্রায় অনুমতি দিতে অস্বীকার করে পুলিশ প্রশাসন। যা নিয়ে একটা চাপা অসন্তোষ তৈরি হয়। বিকেল ৪টে নাগাদ পরিস্থিতি আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, ওই সম্প্রদায়ের এক দল যুবক হঠাৎই আক্রমণাত্মক হয়ে ওঠেন। তরবারি নিয়ে হামলা চালায় গুরুদ্বারের সামনে থাকা পুলিশের উপর। এই ঘটনায় ১৮ জনকে আটক করা হয়েছে।
নান্দেড়ের পুলিশ সুপার প্রমোদকুমার শেওয়ালে জানান, কোভিডবিধির কথা বিবেচনা করে গুরুদ্বার কর্তৃপক্ষকে জানানো হয়েছিল ধর্মীয় শোভাযাত্রায় কোনও অনুমতি দেওয়া সম্ভব নয়। তাঁর দাবি, বিষয়টি ব্যাখ্যাও করা হয়েছিল গুরুদ্বার কর্তৃপক্ষকে। তাঁরা এই প্রস্তাবে সম্মতিও দিয়েছিলেন। সেই সঙ্গে জানিয়েছিলেন, গুরুদ্বার চত্বরেই ছোট করে অনুষ্ঠান পালন করা হবে।
বিকেল ৪টে নাগাদ সেই অনুষ্ঠান শুরু হয়। কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন গুরুদ্বার কর্তৃপক্ষ উৎসবে অংশগ্রহণকারীদের বিষয়টি ব্যাখ্যা করেন। অভিযোগ, তাঁরা গুরুদ্বার থেকে বেরিয়ে শোভাযাত্রার জন্য নির্দিষ্ট পথে এগোতে থাকেন। গুরুদ্বার থেকে কিছুটা দূরেই পুলিশ আগে থেকেই নিরাপত্তার বলয় তৈরি করে রেখেছিল। সেই বলয় ভেঙে এগোতে গেলে পুলিশের সঙ্গে বচসা শুরু হয়ে যায় তাঁদের। তার পর আচমকাই কয়েক জন যুবক তরবারি নিয়ে পুলিশের উপর হামলা চালান বলে অভিযোগ।
মহারাষ্ট্রে উদ্বেগজনক ভাবে সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন প্রায় ৩২ হাজার। মৃত্যু হয়েছে ১০২ জনের। সংক্রমণ ঠেকাতে বড় জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য প্রশাসন। প্রয়োজনে লকডাউনের পথেও হাঁটতে হতে পারে এমন হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।