আমরারাম গোদারা।
এলাকায় দুর্নীতি এবং অবৈধ মদ ব্যবসার প্রতিবাদ করেছিলেন এক সমাজকর্মী। তার জেরে ভয়ানক মাসুল দিতে হল তাঁকে। দুষ্কৃতীরা আমরারাম গোদারা নামে ওই যুবককে তুলে নিয়ে গিয়ে প্রথমে মারধর করে হাত-পা ভেঙে দেয়। তার পর শরীরে পেরেক গেঁথে দেয়। ভয়ঙ্কর এই ঘটনা ঘটেছে রাজস্থানের বারমেঢ়ে। গুরুতর জখম অবস্থায় জোধপুর হাসপাতালে ভর্তি গোদারা।
বারমেঢ়ের পুলিশ সুপার দীপক ভার্গব জানিয়েছেন, গ্রাম পঞ্চায়েতে এনরেগা-তে দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন গোদারা। পাশাপাশি বেআইনি মদের ব্যবসা নিয়েও পুলিশে অভিযোগ করেছিলেন তিনি।
পুলিশ সূত্রে খবর, গোদারাকে অপহরণ করে আট দুষ্কৃতী। তার পর তাঁকে বেধড়ক মারধর করে হাত-পা ভেঙে পেরেক গেঁথে মৃত্যুর জন্য রাস্তায় ফেলে দিয়ে যায় তারা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান স্থানীয়রা।
পুলিশ জানিয়েছে, একটি মামলা দায়ের করা হয়েছে। দুষ্কৃতীদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার করা হবে।