WB Govt Jobs

রাজ্যের হস্তশিল্প বিভাগে কর্মখালি, কোন কোন পদে কর্মী নিয়োগ?

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। মোট শূন্যপদ ১২টি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ১৭:০৬
Share:

ছবি: সংগৃহীত।

হ্যান্ডলুম টেকনোলজি বা সমতুল বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন? রাজ্যের হস্তশিল্প বিভাগে রয়েছে চাকরির সুযোগ। মোট তিন বছরের চুক্তিতে ক্লাস্টার ডেভেলপমেন্ট এগজ়িকিউটিভস এবং টেক্সটাইল ডিজ়াইনার পদে মোট ১২ জনকে নিয়োগ করা হবে।

Advertisement

ক্লাস্টার ডেভেলপমেন্ট এগজ়িকিউটিভ হিসাবে হ্যান্ডলুম টেকনোলজিতে ডিগ্রি অর্জন করেছেন এবং অন্তত দু’বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে।

টেক্সটাইল ডিজ়াইনার পদে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজ়াইন থেকে উত্তীর্ণ ডিগ্রিধারীরা সুযোগ পাবেন। তবে, এ ক্ষেত্রে উল্লিখিত পদে অন্তত দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।

Advertisement

আবেদনকারীদের বয়স ৩৮ বছরের মধ্যে হতে হবে। প্রতি মাসে পারিশ্রমিক ৩০ হাজার টাকা। আগামী ২১ জানুয়ারি সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। তবে, আগ্রহীরা চাইলে ইমেল মারফত জীবনপঞ্জি-সহ আবেদনপত্র পাঠাতে পারেন। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement