পুরীর জগন্নাথ মন্দির। —ফাইল চিত্র।
পুরীর জগন্নাথ মন্দিরের প্রণামী বাক্স থেকে টাকা লুট করে পালালেন দুষ্কৃতীরা। এমন অভিযোগ ঘিরে হইচই পড়ে গিয়েছে পুরীর এই বিখ্যাত মন্দিরে। বৃহস্পতিবার রাতে প্রণামী বাক্স থেকে টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ।
‘ওড়িশা টিভি’ সূত্রে খবর, মন্দিরের দক্ষিণ দ্বারে যে প্রণামী বাক্স রাখা ছিল, সেটি ভেঙে লুট করা হয়েছে। তবে কত টাকা লুট করা হয়েছে, তা জানা যায়নি।
নৃসিংহ মন্দিরের পিছন দিকে খালি প্রণামী বাক্স পড়ে থাকতে দেখেন জগন্নাথ মন্দির পুলিশের কর্মীরা। তার পরই চুরির বিষয়টি নজরে আসে। ওই বাক্সটি জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের করেননি মন্দির কর্তৃপক্ষ। কী ভাবে লুটের ঘটনা ঘটল, এই নিয়ে মুখ খোলেননি মন্দির কর্তৃপক্ষ। মন্দিরে নিরাপত্তা নিয়ে সরব হয়েছেন স্থানীয়রা। পুরীর এই মন্দিরে রোজই বহু ভক্ত সমাগম হয়। এই পরিস্থিতিতে মন্দিরের নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয়দের একাংশ।