দুই হামলাকারীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। প্রতিনিধিত্বমূলক ছবি।
বাড়ির সামনে মদ্যপান করার প্রতিবাদ করেছিলেন। আর তার জেরেই বিজেপি বিধায়ককে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বরাতজোরে বেঁচে গিয়েছেন বিধায়ক। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখিমপুরখেড়িতে। যে লখিমপুরখেড়ি এক সময় বিতর্কের কেন্দ্রে উঠে এসেছিল।
পুলিশ সূত্রে খবর, বিজেপি বিধায়ক সৌরভ সিংহ রাতে তাঁর স্ত্রীকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন। তাঁদের সঙ্গে নিরাপত্তারক্ষীও ছিলেন। বাড়ি থেকে কয়েক পা হাঁটতেই বিধায়ক দেখতে পান দুই যুবক রাস্তার ধারে বসে মদ্যপান করছেন। এই দৃশ্য দেখে বিধায়ক প্রতিবাদ করেন। দুই যুবকের সঙ্গে তর্কাতর্কির মাঝে তাঁদের মধ্যে এক জন বিধায়ককে লক্ষ্য করে গুলি চালান বলে অভিযোগ। কিন্তু সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়।
বিধায়কের থেকে কয়েক হাত দূরেই ছিলেন তাঁর নিরাপত্তারক্ষী। গুলির আওয়াজ শুনে তিনি ছুটে আসেন। কিন্তু দুই যুবক সেই ঘটনার পরই বাইক নিয়ে চম্পট দেন। তার পরই পুলিশের কাছে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেন বিধায়ক। পুলিশকে তিনি জানিয়েছেন, প্রতি দিন নৈশভোজের পর স্ত্রীকে নিয়ে এলাকায় হাঁটতে বার হন। বুধবার রাতেও বেরিয়েছিলেন। সেই সময়েই তাঁর উপর হামলার চেষ্টা করা হয়। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে।