Molestaion

Minor girl molested: মেট্রো স্টেশনে লিফটের মধ্যে স্কুল ছাত্রীর শ্লীলতাহানি!

অভিযুক্তকে ছাত্রীটির দিদি ধরতে গেলে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বেসরকারি স্কুলে পাঠরত ওই ছাত্রী লখনউয়ের হোসেনগঞ্জ এলাকার বাসিন্দা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২২ ১২:৪৩
Share:

প্রতীকি ছবি

মেট্রো স্টেশনে লিফটের মধ্যে এক স্কুল ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল এক মধ্যবয়স্ক ব্যক্তির বিরুদ্ধে। লিফটের দরজা খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটি সেখানে থেকে কোনও মতে পালিয়ে আসে এবং ঘটনাটি তার পরিবারের লোকজনকে জানায়।

অভিযুক্তকে ছাত্রীটির দিদি ধরতে গেলে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বেসরকারি স্কুলে পাঠরত ওই ছাত্রী লখনউয়ের হোসেনগঞ্জ এলাকার বাসিন্দা।

Advertisement

আলমবাগ মেট্রো স্টেশন থেকে প্রতি দিনই সে স্কুলে যাওয়ার জন্য মেট্রো ধরে। তাকে স্টেশন থেকে বাড়ি নিয়ে যায় তার দিদি। পুলিশ জানিয়েছে, মঙ্গলবারও সে ওই পথেই বাড়ি ফিরছিল। ট্রেন থেকে নেমে লিফটে চড়েছিল। তাঁর সঙ্গে ওই লিফটে ওঠেন ৪০-৪৫ বছরের এক ব্যক্তি।

অভিযোগ, লিফটের দরজা বন্ধ হতেই ছাত্রীর শ্লীলতাহানি শুরু করেন অভিযুক্ত। কিছু না করতে পেরে মেয়েটি চিৎকার করতে শুরু করে।
লিফটটি নীচে নামতেই দরজা খুলে যায়। মেয়েটি কোনও মতে ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে ছুটে লিফট থেকে বেরিয়ে আসে। আলমবাগ পুলিশ স্টেশনে মেয়েটির বাবা অভিযোগ জানান। ঘটনাস্থলে এসে পুলিশ অভিযুক্তকে খুঁজে পায়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement