Yogi Adityanath

আদিত্যনাথকে হুমকি উত্তরপ্রদেশ পুলিশের হোয়াটসঅ্যাপে, ধৃত অভিযুক্ত নাবালক

পুলিশের দাবি, যে মোবাইল থেকে ওই মেসেজ করা হয়েছিল, তা ওই নাবালকের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। ওই মোবাইল এবং সিম কার্ডটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২০ ১৬:৩৩
Share:

—ফাইল চিত্র।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উদ্দেশে হোয়াটসঅ্যাপে হুমকি দেওয়ার অভিযোগে এক নাবালককে হেফাজতে নিল লখনউ পুলিশ। রবিবার উত্তরপ্রদেশ পুলিশের হোয়াট্সঅ্যাপে অভিযুক্ত ওই মেসেজ করেছিল বলে দাবি পুলিশের।

উত্তরপ্রদেশ পুলিশের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল তাদের হোয়াটসঅ্যাপ নম্বরে (৭৫৭০০০০১০০) মুখ্যমন্ত্রীকে হুমকি দিয়ে একটি মেসেজ আসে। ওই মেসেজ পাওয়ার পর তা নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। কে ওই মেসেজ পাঠিয়েছে, তা জানতে সাইবার অপরাধদমন শাখার সাহায্য নেওয়া হয়। মোবাইল লোকেশন দেখে সুশান্ত গল্ফ সিটি থানা এলাকায় ওই নাবালকের হদিস পায় পুলিশ। এরপর ওই মোবাইলের সূত্র ধরে আগরা পুলিশের সহায়তায় অভিযুক্তকে পাকড়াও করা হয়।

পুলিশের দাবি, যে মোবাইল থেকে ওই মেসেজ করা হয়েছিল, তা ওই নাবালকের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। ওই মোবাইল এবং সিম কার্ডটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। তদন্তকারীদের আরও দাবি, আদিত্যনাথের উদ্দেশে হুমকিভরা মেসেজগুলি ডিলিট করে দিয়েছিল অভিযুক্ত। সেগুলি উদ্ধারের জন্য মোবাইলটি সাইবার ফরেন্সিক টিমের কাছে পাঠানো হয়েছে।

Advertisement

আরও পড়ুন: প্রশাসনিক আধিকারিকদের ভুয়ো অ্যাকাউন্ট বানিয়ে প্রতারণা, রাজস্থানে বড় চক্র ফাঁস

আরও পড়ুন: ‘আপত্তিকর পোস্ট’ আইন আপাতত কার্যকর নয়, ঘোষণা বিজয়নের

Advertisement

তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তাঁদের দাবি, জেরায় নিজের অপরাধ স্বীকার করেছে ওই নাবালক।

লখনউ পুলিশ জানিয়েছে, মুখ্যমন্ত্রীকে হুমকি দেওয়ার অভিযোগে ওই নাবালকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৬, ৫০৭ এবং ৫০৫(১)বি এবং আইটি অ্যাক্টের ৫৫ ধারায় মামলা রুজু করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement