Education Ministry

স্কুল খোলার শর্ত দিল শিক্ষা মন্ত্রক

তবু ছাত্রছাত্রীদের সমস্ত রকম সুরক্ষা নিশ্চিত করে যদি কোনও রাজ্য স্কুল খোলার পথে হাঁটতে চায়, তার কথা মাথায় রেখেই সমস্ত রাজ্যের শিক্ষামন্ত্রীকে এই নির্দেশিকা পাঠিয়ে রাখছেন তাঁরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২০ ০৪:২৫
Share:

ছবি: পিটিআই।

স্থানীয় পরিস্থিতি বিচার করে ১৫ অক্টোবরের পর থেকে স্কুল খোলার অনুমতি সমস্ত রাজ্যকে আগেই দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তা মেনে স্কুল খোলার আগে কী কী বিষয় মাথায় রাখা জরুরি, তার নির্দেশিকা জারি করল শিক্ষা মন্ত্রক। যদিও শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক ফের মনে করিয়ে দিয়েছেন যে, স্কুল খোলার চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট রাজ্য সরকারের। এই অতিমারির মধ্যে কোনও পড়ুয়াকে স্কুলে আসতে বাধ্য করারও প্রশ্ন নেই। তবু ছাত্রছাত্রীদের সমস্ত রকম সুরক্ষা নিশ্চিত করে যদি কোনও রাজ্য স্কুল খোলার পথে হাঁটতে চায়, তার কথা মাথায় রেখেই সমস্ত রাজ্যের শিক্ষামন্ত্রীকে এই নির্দেশিকা পাঠিয়ে রাখছেন তাঁরা।

Advertisement

এই নির্দেশিকা অনুযায়ী ● ক্লাসরুম, শৌচাগার থেকে শুরু করে পুরো স্কুল চত্বর এবং সেখানে রাখা যাবতীয় সামগ্রী জীবাণুমুক্ত করতে হবে। ● পরিচ্ছন্নতা দেখভালের পৃথক দল থেকে শুরু করে তৈরি রাখতে হবে আপৎকালীন পরিস্থিতি মোকাবিলার টিমও। ● বজায় রাখতে হবে পারস্পরিক দূরত্ব। ● ভিড় বা জটলা চলবে না। এড়াতে হবে অনুষ্ঠান। ● সারাক্ষণ মাস্ক কিংবা ফেস-কভার পরে থাকতে হবে। ● স্কুলে আসার জন্য কাউকে জোর করা চলবে না। চাইলে, পড়তে দিতে হবে বাড়ি থেকেই। ● আপাতত অনলাইন পড়াশোনা চালু রাখতে হবে। ● স্কুল খোলার আগে নিশ্চিত করতে হবে সকলের পাঠ্যবই পাওয়া। ● ডাক্তার/ নার্সের উপস্থিতি জরুরি। প্রয়োজন নিয়মিত শারীরিক পরীক্ষাও। ● কেউ কোভিডে আক্রান্ত হলে, মানতে হবে সমস্ত নিয়মকানুন। ● যে সমস্ত পড়ুয়ার বাড়িতে কেউ মারা গিয়েছেন কিংবা অসুস্থ, যাদের আসতে হয়েছে অন্য জায়গা থেকে, সুযোগ-সুবিধায় অগ্রাধিকার দিতে হবে তাদের। ● রোগ প্রতিরোধ ক্ষমতার গুরুত্ব মাথায় রেখে মিড ডে মিলে দিতে হবে পরিচ্ছন্ন ভাবে রান্না করা গরম খাবার।

এ ছাড়া, এই ব্যতিক্রমী বছরে পাঠ্যক্রম কী ভাবে ক্লাসরুম ও অনলাইনে মিলিয়ে-মিশিয়ে পড়াতে হবে, তারও বিস্তারিত বিবরণ রয়েছে নির্দেশিকায়। রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অবশ্য সম্প্রতি জানিয়েছেন, এখনই স্কুল খোলার পরিকল্পনা তাঁদের নেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement