Earthquake

মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি, কাঁপল পার্শ্ববর্তী এলাকাও

লকডাউন চলাকালীন এর আগেও ভূমিকম্প হয়েছে দিল্লিতে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ মে ২০২০ ১৪:১৫
Share:

প্রতীকী ছবি।

লকডাউনের মধ্যে ফের ভূমিকম্প রাজধানী দিল্লিতে। রবিবার দুপুরে রাজধানী ও সংলগ্ন এলাকায় কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.৪। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।

Advertisement

এ দিন দুপুর ২টো নাগাদ দিল্লির একাধিক জায়গায় কম্পন অনুভূত হয়। দিল্লি-উত্তরপ্রদেশ সীমানা কম্পনের উৎসস্থল ছিল বলে সংবাদমাধ্যমে জানিয়েছেন ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির ডিরেক্টর জেএল গৌতম।

করোনা ভাইরাসের প্রকোপে গত ২৫ মে থেকে দেশ জুড়ে লকডাউন চলছে। তার মধ্যেই গত এক মাসে এই নিয়ে তৃতীয় বার কম্পন অনুভূত হল দিল্লিতে। ১২ এপ্রিল যে ভূমিকম্প হয়, তার তীব্রতা ছিল ৩.৫। তার পর দিনই ফের ২.৭ তীব্রতায় কম্পন অনুভূত হয় দিল্লিতে।প্রতিবারই কম্পনের উৎসস্থল ছিল দিল্লি-উত্তরপ্রদেশ সামানা।

Advertisement

আরও পড়ুন: সিকিমের সীমান্তে ভারত-চিন সেনা সংঘর্ষে উত্তেজনা, জখম দু’পক্ষেই​

আরও পড়ুন: করোনায় আক্রান্ত এয়ার ইন্ডিয়ার ৫ বিমানচালক-সহ ৭​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement