—ফাইল চিত্র।
দিল্লিতে এসে ধর্মীয় অধিকার রক্ষার বিষয়টি নিয়ে সরব হলেন মার্কিন বিদেশসচিব মাইক পম্পেয়ো। তবে দিন কয়েক আগে তাঁর দেশের ধর্ম সংক্রান্ত রিপোর্টে ভারতকে তুলোধোনা করা হলেও বুধবারে সরাসরি ভারতের নাম করে কোনও অভিযোগ করেননি তিনি। বলেন, ‘‘সব চেয়ে খারাপ বিষয় ধর্মীয় অধিকার লঙ্ঘন। মার্কিন যুক্তরাষ্ট্র বরাবর ধর্ম পালনের স্বাধীনতার পক্ষে সওয়াল করে এসেছে।’’
ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে এ দিন মিনিট পনের বক্তৃতা করেন মার্কিন বিদেশসচিব। তাতে তিনি বলেন, ‘‘বিশ্বের চারটি বড় ধর্মের জন্মস্থান ভারত। ধর্মীয় স্বাধীনতার পক্ষে আমরা একযোগে এগোতে চাই। বিশ্বের যেখানে ধর্মীয় অধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে, আমরা এক সঙ্গে তার প্রতিবাদ করতে চাই।’’
মার্কিন সরকারের সাম্প্রতিক ধর্মবিষয়ক প্রতিবেদনে ভারতে ‘হিন্দু চরমপন্থীদের হাতে’ সংখ্যালঘু বিশেষত মুসলিমদের লাঞ্ছনা, গণপ্রহারের একের পর এক ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ‘গোরক্ষক’-দের তাণ্ডবদের বিষয়টিও এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। শাসক দল বিজেপি এই রিপোর্টকে পক্ষপাতদুষ্ট বলে উড়িয়ে দিয়েছে। তবে পম্পেয়ো সে প্রসঙ্গে এ দিন কোনও কথা বলেননি। বরং বলেছেন, ‘‘বিশ্বের দরবারে ভারত দ্রুত উঠে আসছে। আমাদের দেশ এ বিষয়ে তাদের সব রকমের সহযোগিতা করে চলেছে।’’
এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।