Fire

মধ্যরাতে বাড়িতে আগুন, লখনউয়ে ঘরে দমবন্ধ হয়ে মৃত্যু প্রাক্তন পুলিশকর্তার

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম দীনেশচন্দ্র পাণ্ডে (৭০)। তবে প্রাণে বেঁচে গিয়েছেন প্রাক্তন পুলিশকর্তার স্ত্রী ও ছেলে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২২ ২২:৪৬
Share:

ফাইল চিত্র।

মধ্যরাতে আচমকাই বাড়িতে আগুন। মুহূর্তে মধ্যে গোটা বাড়ি গ্রাস করে ফেলে আগুনের শিখা। বাইরে বেরিয়ে আসার সময়টুকু পর্যন্ত পাননি তাঁরা। ঘরের ভিতরে আটকে দমবন্ধ হয়ে জ্ঞান হারান তিন জন। পরে তাঁদের বার করে এনে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত্যু হয় গৃহকর্তা তথা প্রাক্তন আইপিএস অফিসারের। শনিবার মধ্যরাতে লখনউয়ে গাজিপুর থানা এলাকার ইন্দিরা নগর কলনিতে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম দীনেশচন্দ্র পাণ্ডে (৭০)। তবে প্রাণে বেঁচে গিয়েছেন প্রাক্তন পুলিশকর্তার স্ত্রী ও ছেলে। তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

পুলিশ সূত্রে খবর, দীনেশের বাড়ির একতলায় আগুন লাগে। যার জেরে তাঁরা বাড়ির বাইরে বেরিয়ে আসতে পারেননি। প্রাক্তন পুলিশকর্তার বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মী মনোজকুমার মিশ্র জানান, বাড়িতে আগুন লাগার সঙ্গে সঙ্গেই দমকলে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে দীনেশ ও তাঁর পরিবারকে উদ্ধারে লেগে পড়ে দমকলবাহিনী। পরে তাঁদের অজ্ঞান অবস্থায় বার করে এনে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়।

ডিসিপি নর্থ কাসিম আবিদি বলেন, ‘‘হাসপাতালে নিয়ে যাওয়া হতেই প্রাক্তন আইপিএস কর্তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।’’ তবে কী কারণে দীনেশের বাড়িতে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু হয়েছে বলে খবর পুলিশ সূত্রে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement