গ্রাফিক— শৌভিক দেবনাথ।
বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রতি বছরের মত এ বারও কিছু প্রাপ্তি আর কিছু অপ্রাপ্তিতে ভরা সীতারামনের বাজেট বক্তৃতা। কিন্তু মোটের উপর মন ভেঙেছে মধ্যবিত্ত শ্রেণির। অন্তত, নেটমাধ্যম ঘাঁটলে এমনই মনে হচ্ছে বাজেট বিশেষজ্ঞদের। কারণ, গত বছরের মতোই এ বারও অপরিবর্তিতই রইল আয়কর কাঠামো। আর এর জেরেই টুইটারে সমস্ত ‘হ্যাশট্যাগ’ ছাপিয়ে গেল মধ্যবিত্তের না পাওয়ার বেদনা। কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে কটাক্ষ করে একের পর এক মিমে ছয়লাপ নেটমাধ্যম।
কোথাও মধ্যবিত্তের অবস্থা বোঝাতে টানা হয়েছে হালের ছবি পুষ্পার প্রসঙ্গ। কর নিয়ে মধ্যবিত্তের আগ্রহকে কটাক্ষ করে লেখা হয়েছে, ‘করকাঠামো পরিবর্তন না হতে পারে, তা বলে আমি প্রতিবার আগ্রহভরে বাজেট দেখা ছাড়ব না। হার মানব না।’
কোথাও মুন্নাভাই ও সার্কিটকে দিয়ে নিজের বেদনা বোঝাচ্ছে মধ্যবিত্ত। যেখানে সার্কিট মুন্নাভাইকে বলছে, ‘ভাই, এ তো শুরুর আগেই শেষ!’
বাজেট দেখে আশা ভঙ্গের যন্ত্রণা ফুটে উঠেছে অজয় দেবগণের বক্তব্যে। অজয়কে বলতে শোনা যাচ্ছে, ‘‘আজও কিছুই বদলালো না। যেমনটি ছিল, ঠিক তেমনটিই আছে।’’
আবার কোথাও নাছোড় মধ্যবিত্ত নওয়াজ উদ্দিন সিদ্দিকিকে দিয়ে ঘোষণা করাচ্ছে, খেলা শেষ হওয়ার আগে নড়ছি না!
তবে নির্মলা জানিয়েছেন, ট্যাক্স রিটার্ন দেওয়ার ক্ষেত্রে ভুল শুধরে করদাতারা দু’বছরের মধ্যে রিটার্ন ফাইল করতে পারবেন। তবে এতেও মুখে হাসি নেই মধ্যবিত্তের। উল্টে রসিকতার বন্যা ভার্চুয়াল মাধ্যমের অলিগলিতে।