Layoffs

আট বছর কাজ করার পর এক নোটিসে ছাঁটাই, নিজের অভিজ্ঞতার কথা জানালেন গুগলের ভারতীয় কর্মী

সম্প্রতি মাইক্রোসফ্‌টে চাকরি গিয়েছে বেশ কয়েক জনের। গত বছরই গুগল, ফেসবুক, টুইটারের মতো সংস্থাগুলি প্রায় দেড় লক্ষ কর্মীকে বসিয়ে দিয়েছিল। ৪৮০টি সংস্থা কর্মীদের বেতন কমিয়ে দিয়েছিল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ মার্চ ২০২৩ ১৯:৪৬
Share:

আবারও ছাঁটাই মাইক্রোসফ্‌টে। ফাইল চিত্র।

ইউরোপ, আমেরিকার বহুজাতিক সংস্থাগুলিতে ছাঁটাই চলছেই। এ বার গুগলের মূল নিয়ন্ত্রক সংস্থা মাইক্রোসফ্‌টে চাকরি গেল বেশ কয়েক জনের। ছাঁটাই হওয়া কর্মীর সংখ্যা নির্দিষ্ট ভাবে জানা না গেলেও কমবেশি ২০ জন কর্মী কাজ হারিয়েছেন বলে জানা গিয়েছে। ছাঁটাই হওয়া কর্মীদের মধ্যে রয়েছেন বেশ কয়েক জন ভারতীয়ও। তেমনই এক বিদায়ী কর্মী বন্দন কৌশিক জানিয়েছেন, শুধু তাঁকেই নয়, তাঁদের টিমের প্রায় সবাইকেই ছাঁটাই করেছে সংস্থা। গত বছরই গুগল, ফেসবুক, টুইটারের মতো সংস্থাগুলি প্রায় দেড় লক্ষ কর্মীকে বসিয়ে দিয়েছিল। ৪৮০টি সংস্থা কর্মীদের বেতন কমিয়ে দিয়েছিল।

Advertisement

বন্দন সমাজমাধ্যমে এক আবেগঘন পোস্টে লেখেন, “আমার টিমের সদস্যরা সংস্থার খারাপ অবস্থা বদলানোর জন্য অনেক পরিশ্রম করছিল। সংস্থা আগের তুলনায় বেশি লাভের মুখও দেখছিল। কিন্তু সপ্তাহের মাঝামাঝি এসে জানতে পারলাম, আমাদের চাকরিটা আর নেই।” তবে এর জন্য সংস্থাকে কোনও দোষ দিতে চান না বন্দন। তাঁর মতে, সংস্থা তাঁকে ৮ বছর ধরে নানা দায়িত্ব দিয়েছে। তার জন্য তিনি মাইক্রোসফ্‌ট কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেন। এর পাশাপাশি নতুন চাকরি খুঁজে দেওয়ার জন্য সকলের কাছে আবেদন জানিয়েছেন। সদ্য পুরনো সংস্থার অনেক সহকর্মী নানা ভাবে তাঁকে উৎসাহ দিয়েছেন বলেও জানান তিনি।

Advertisement

বহুজাতিক সংস্থাগুলিতে ছাঁটাই চলার কারণে সব চেয়ে বেশি বিপাকে পড়েছেন প্রবাসী ভারতীয়রা। এইচ ওয়ান বি ভিসা নিয়ে যে সব ভারতীয় আমেরিকায় রয়েছেন, নিয়ম অনুযায়ী তাঁদের ৩ মাসের মধ্যে নতুন কাজ জোগাড় করতে হবে। না হলে আমেরিকা ছাড়তে হবে। এমন অবস্থায় সমাজমাধ্যমে নতুন কাজ দেওয়ার জন্য আবেদন জানাচ্ছেন বন্দনের মতো অনেকেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement