অমিত শাহ। —ফাইল চিত্র।
দেশের সব আইপিএসদের সম্পত্তির বিশদ বিবরণ চেয়ে পাঠাল কেন্দ্র। সম্প্রতি রাজ্যের মুখ্যসচিবদের পাঠানো চিঠিতে আগামী বছরের ৩১ জানুয়ারির মধ্যে আয়-ব্যয়ের সব হিসাব চেয়ে পাঠিয়েছে কেন্দ্র। যদিও এটাকে ‘রুটিন প্রক্রিয়া’ বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফে।
কেন্দ্রের পাঠানো চিঠিতে একটি পোর্টালের উল্লেখ করে সেখানে সমস্ত আইপিএস অফিসারদের তাঁদের সম্পত্তির বিশদ বিবরণ দিতে বলা হয়েছে। হিসাব দাখিলের ক্ষেত্রে কোনও ধরনের গড়িমসি গ্রাহ্য করা হবে না বলেও জানানো হয়েছে। বিষয়টি যে বাধ্যতামূলক, তা-ও উল্লেখ করা রয়েছে চিঠিতে। নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পত্তির হিসাব জমা দিতে না পারলে সে ক্ষেত্রে ওই অফিসারের ভিজিল্যান্স ছাড়পত্র আটকে যাবে, যাতে আটকে যেতে পারে ওই আমলার পদোন্নতি সংক্রান্ত বিষয়।
রাজ্য প্রশাসনিক সূত্রের বক্তব্য, প্রতি বছর মার্চ মাসের মধ্যে আইএএস এবং আইপিএস আমলাদের সম্পত্তির খতিয়ান পাঠাতে হয় কেন্দ্রকে। এখন সেই সম্পত্তির তথ্য নির্দিষ্ট পদ্ধতিতে অনলাইনে পাঠাতে হয়। সময় পেরিয়ে গেলে সেই পদ্ধতি বন্ধ হয়ে যায়। তখন কোনও ভাবে আর তথ্য জমা করা সম্ভব নয়। সে ক্ষেত্রে এই ‘ডিফল্ট’ আটকাতে কেন্দ্র প্রতিটি রাজ্যকেই এই কথা মনে করিয়ে চিঠি পাঠায়। প্রতি বছরই ডিসেম্বর মাসে চিঠিটি আসে। এক কর্তার কথায়, “বিষয়টা খুবই নিয়মমাফিক। এতে অফিসারেরা সময়ের মধ্যে তা জমা করে দিতে পারেন। না হলে পরে তাঁর কর্মজীবনের হিসেব কষায় সমস্যা হতে পারে।”