Satya Pal Malik

PM Modi: প্রধানমন্ত্রী ‘প্রচণ্ড অহঙ্কারী’! সাক্ষাৎকারের পর বিস্ফোরক অভিযোগ মেঘালয়ের রাজ্যপালের

তিনি অমিত শাহের সঙ্গে দেখা করেন। স্বরাষ্ট্রমন্ত্রী তাঁকে বলেন, ‘‘সত্য উনি চিন্তাশক্তি হারিয়েছেন। আপনি খোলা মনে আমার সঙ্গে দেখা করবেন।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২২ ১৮:০৪
Share:

সত্যপাল মালিক প্রধানমন্ত্রীকে নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন। ফাইল ছবি

মাত্র পাঁচ মিনিট কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। তাতেই প্রাধানমন্ত্রীকে ‘প্রচণ্ড অহঙ্কারী’ মনে হয়েছে মেঘালয়ের রাজ্যপাল সত্যপাল মালিকের। রবিরার হরিয়ানায় তিনি একটি অনুষ্ঠানে বক্তৃতা করেন। সেই অনুষ্ঠানেই তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকার মুহূর্তগুলির কথা জানিয়েছেন।

তাঁর বক্তৃতার ভিডিয়ো নেটমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। এর আগেও একাধিকবার সরকারের সমালোচনা করেছেন মেঘালয়ের রাজ্যপাল। এ বার তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন। রাজ্যপাল বলেন, ‘‘প্রধানমন্ত্রীকে আমি যখন বলি ৫০০ কৃষক মারা গিয়েছেন, তিনি আমাদের বলেন, ওঁরা কি আমার জন্য মারা গিয়েছেন নাকি।’’ এর জবাবে সত্যপাল মালিক বলেন, ‘‘হ্যাঁ আপনার জন্যই ওরা মারা গিয়েছেন। আপনি রাজা।’’

Advertisement

এর পর তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীর তীব্র বাদানুবাদ হয় বলে সত্যপাল মালিক জানিয়েছেন। মোদী তাঁকে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলতে।

প্রধানমন্ত্রীর কথা মতো তিনি অমিত শাহের সঙ্গে দেখা করেন। তখন স্বরাষ্ট্রমন্ত্রী তাঁকে বলেন, ‘‘সত্য, উনি চিন্তাশক্তি হারিয়েছেন। আপনি খোলা মনে আমার সঙ্গে দেখা করবেন।’’

Advertisement

এই নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে রাজনৈতিক মহলে। কংগ্রেস নেতা মল্লিকার্জুন খড়গে ভিডিয়ো টুইটারে শেয়ার করে লিখেছেন, মেঘালয়ের রাজ্যপাল ‘অন রেকর্ড’বলছেন প্রধানমন্ত্রী অহঙ্কারী। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন ‘চিন্তাশক্তি’হারিয়েছেন প্রধানমন্ত্রী। দুই সাংবিধানিক কর্তা পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করছেন। মোদীজি এটা কি সত্যি?’

এ বিষয়ে বিজেপি-র কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement