—ফাইল চিত্র।
জেএনইউয়ের ছাত্র প্রতিনিধিদের সঙ্গে ফের বৈঠক করলেন উচ্চশিক্ষা সচিব অমিত খারে। তাঁর সঙ্গে এ দিন দেখা করেন উপাচার্য এম জগদেশ কুমার ও বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ কর্তারাও। পরে জানানো হয়, আপাতত সার্ভিস এবং ইউটিলিটি চার্জ পড়ুয়াদের থেকে নেওয়া হবে না। তা মিটিয়ে দেবে ইউজিসি।
এ দিকে একটি টিভি চ্যানেলের দাবি, গোপন ক্যামেরা অভিযানে রবিবার সন্ধ্যায় ক্যাম্পাসে তাণ্ডব চালানোর কথা কবুল করেছেন অক্ষত অবস্থি নামে প্রথম বর্ষের এক ছাত্র। নিজের পরিচয় দিয়েছেন সঙ্ঘ ঘনিষ্ঠ ছাত্র সংগঠন এবিভিপি-র সদস্য হিসেবে। বলেছেন পুলিশের ‘সহায়তা পাওয়ার’ কথাও। আবার তেমনই পরীক্ষার অনলাইন নথিভুক্তি রুখতে সার্ভার রুম ভাঙার কথা মেনেছেন বামপন্থী ছাত্র সংগঠন এআইএসএ-র নেত্রী তথা ২০১৭ সালে জেএনইউয়ের ছাত্র সংসদের প্রেসিডেন্ট গীতা কুমারী। যদিও এবিভিপি-র দাবি, অক্ষত তাদের সদস্য নন।