—প্রতীকী ছবি।
চরবৃত্তির অভিযোগ উঠল বিদেশ মন্ত্রকের কর্মীর বিরুদ্ধে। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে ওই কর্মীকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ পুলিশ।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ওই কর্মীর নাম নবীন পাল। তাঁর বিরুদ্ধে যে এফআইআর দায়ের হয়েছিল তাতে দাবি করা হয়েছে, বিদেশ মন্ত্রকের গুরুত্বপূর্ণ তথ্য এবং সম্প্রতি ভারতে অনুষ্ঠিত হওয়া জি ২০ বৈঠকের গুরুত্বপূর্ণ নথি পাকিস্তানের করাচিতে এক মহিলার কাছে পাঠিয়েছেন নবীন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই তথ্য পাঠানো হয়েছে বলে গোয়েন্দা সূত্রের দাবি।
পুলিশ জানিয়েছে, গোয়েন্দারা তদন্তে নেমে জানতে পারেন, সমাজমাধ্যমে এক মহিলার সঙ্গে পরিচয় হয় নবীনের। তার পর ওই মহিলার সঙ্গে ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে তাঁর। হোয়াটসঅ্যাপে নিয়মিত কথা হত তাঁদের। প্রাথমিক ভাবে মহিলার যে নম্বর উদ্ধার করেছে পুলিশ, সেটি উত্তরপ্রদেশের বরেলির। কিন্তু ‘আইপি অ্যাড্রেস’ পরীক্ষা করতেই দেখা যায় নম্বরটি বরেলির নয়, সেটি করাচির।
পুলিশ আরও জানিয়েছে, নবীনের মোবাইল থেকে বিদেশ মন্ত্রকের বহু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। এ ছাড়া জি ২০ সম্পর্কিত বেশ কিছু তথ্যও পাওয়া গিয়েছে। ফোনের মধ্যে এই নথিগুলি ‘সিক্রেট’ নামে ফোল্ডারে সেভ করা ছিল। নবীনের মোবাইল থেকে রাজস্থানের আরও এক মহিলার খোঁজ পেয়েছেন গোয়েন্দারা। রাজস্থানের আলওয়ারের ওই মহিলা নবীনের অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন বলে জানতে পেরেছেন তাঁরা।