রাষ্ট্পতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল চিত্র।
দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শনিবার সকালে দেশবাসীর উদ্দেশে টুইট করে প্রধানমন্ত্রী লেখেন, ‘শুভ ২০২২। এই বছর আপনাদের কাছে আনুক অনাবিল আনন্দ এবং সুস্বাস্থ্য। আমরা যেন প্রগতি ও সমৃদ্ধির নতুন শিখরে আরোহণ করতে পারি এবং আমাদের মহান স্বাধীনতা যোদ্ধাদের স্বপ্ন পূরণে আরও কঠোর পরিশ্রম করতে পারি।’
২০২২ সালের প্রথম টুইট বার্তায় প্রধানমন্ত্রী মোদী তাঁর ‘মন কি বাত’-এর সাম্প্রতিক পর্বের একটি ভিডিয়ো শেয়ার করেছেন। সেখানে উত্তরপ্রদেশের একটি এক্সপ্রেসওয়ের ছবির সঙ্গে তাঁর বক্তৃতা রয়েছে। দেশকে উন্নয়নের নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী আবেদন জানাচ্ছেন, ‘বড় কিছু ভাবুন, বড় স্বপ্ন দেখান এবং নিজেকে উৎসর্গ করুন।’
নতুন বছরে নতুন আশাকে পাথেয় করে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার কথাও বলেছেন মোদী। ভিডিয়ো বার্তায় বলেছেন, ‘আমাদের স্বপ্নগুলি আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আমাদের স্বপ্নগুলি আমাদের সমাজ এবং জাতির উন্নয়নের সাথে সম্পর্কিত হওয়া উচিত।’
অন্য দিকে, রাষ্ট্রপতি কোবিন্দ তাঁর টুইট বার্তায় লেখেন, ‘সকলকে শুভ নববর্ষ জানাই। আসুন আমরা আমাদের সমাজ ও দেশের সার্বিক উন্নয়নের সূচনা করার সংকল্প নিয়ে নতুন বছরকে স্বাগত জানাই। নতুন বছর ২০২২ আমাদের জীবনে বয়ে আনুক সুখ, সুস্বাস্থ্য, সাফল্য, সমৃদ্ধি এবং শান্তি।’