বিরল প্রজাতির কচ্ছপ। ছবি সৌজন্যে ফেসবুক।
নাম তার মাভেলি। বিপন্ন এই বিরল প্রজাতির বেগুনি ব্যাঙকে বাঁচিয়ে রাখতে নতুন উদ্যোগ নিল কেরল। এই বিরল প্রাণীকে বাঁচিয়ে রাখতে তাঁদের স্টেট অ্যাম্ফিবিয়ানের মর্যাদা দেওয়া হল।
বিরল প্রজাতির এই উভচরের বিজ্ঞানসম্মত নাম নাসিকাবাত্রাচাস সাহায়াড্রেনসিস। ২০০৩ সালে প্রথম এটির খোঁজ মেলে। তখনই ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এটিকে বিপন্ন প্রাণীদের রেড লিস্টে স্থান দিয়েছিল। গবেষকদের মতে আজ থেকে প্রায় ৭০০ লক্ষ বছর আগে অর্থাৎ ডাইনোসরাসরা পৃথিবীতে বাস করছে তখন আবির্ভাব হয়েছিল এই প্রাণীদের।
শুয়োরের মতো দেখতে এই ব্যাঙের দেখা মেলে কেরলের পশ্চিমঘাট পর্বতমালার কিছু অংশে। আফ্রিকার মাদাগাস্কার দ্বীপের কাছেও এই উভচরের দেখা মিলেছিল।