Uttar Pradesh

স্বামীর বন্ধুদের হাতে গণধর্ষণের শিকার গৃহবধূ, নেটমাধ্যমে আপত্তিকর ছবি, ধৃত ৩

পুলিশে দায়ের করা অভিযোগে ওই মহিলা জানিয়েছেন, স্বামীর দুই বন্ধু তাঁকে ঘুমের ওষুধ মেশানো পানীয় খাইয়েছিল। তা খেয়ে তিনি অচৈতন্য হওয়ার পর তাঁকে গণধর্ষণ করেন ওই দু’জন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২১ ১০:৩৪
Share:

প্রতীকী ছবি।

স্বামীর বন্ধুদের হাতে গণধর্ষণের শিকার হলেন উত্তরপ্রদেশের বুলন্দশহরের এক বিবাহিত মহিলা। পুলিশে দায়ের করা অভিযোগে ওই মহিলা জানিয়েছেন, স্বামীর দুই বন্ধু তাঁকে ঘুমের ওষুধ মেশানো পানীয় খাইয়েছিল। তা খেয়ে তিনি অচৈতন্য হওয়ার পর তাঁকে গণধর্ষণ করেন ওই দু’জন। সেই ঘটনার ছবি তুলে রেখেও নির্যাতন চালানো হয়েছে বলে পুলিশকে জানিয়েছেন ওই মহিলা। ঘটনাটি বেশ কয়েক মাস আগে ঘটলেও সম্প্রতি নির্যাতিতা মহিলার আপত্তিকর ছবি নেটমাধ্যমে ছড়িয়ে দেন অভিযুক্তরা। তার পরই পুলিশ নির্যাতিতার স্বামী এবং তাঁর দুই বন্ধুকে গ্রেফতার করেছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, ওই মহিলার স্বামী মেডিক্যাল রিপ্রেজেনটিভের কাজ করে। তিনি বাড়িতে বসেই মদ্যপান করতেন বন্ধুদের সঙ্গে। বাবলু এবং রাকেশ নামে তাঁর দুই বন্ধুও আসতেন। বেশ কিছুদিন আগের এক সন্ধ্যায় ওই দুই অভিযুক্ত এসে ঠান্ডা পানীয় দেন নির্যাতিতাকে। বলেন, তাঁর স্বামী পাঠিয়েছেন। তা খাওয়ার পরই অচৈতন্য হয়ে পড়েছিলেন ওই মহিলা।

পুলিশ জানিয়েছে, আপত্তিকর ছবি দেখিয়ে দুই অভিযুক্ত ওই মহিলাকে একাধিকবার ধর্ষণ করেছেন। ওই মহিলা পুলিশকে জানিয়েছেন, অত্যাচারের কথা বলায় স্বামী তাঁকে মারধর করেন। এবং তাঁর পাশে না দাঁড়িয়ে বন্ধুদের পক্ষ নেন। রাকেশ এবং বাবলু নামের দুই অভিযুক্ত সেই ছবি সম্প্রতি ছড়িয়ে দিয়েছিলেন নেটমাধ্যমে। এর পরই পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা। পুলিশ তিন অভিযুক্তকে গ্রেফতার করে মামলা দায়ের করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement