Maharashtra Fire

বিবাহিত প্রেমিকের সঙ্গে পালাতে চাননি প্রেমিকা, রাগে দোকানে আগুন দিয়ে শ্রীঘরে যুবক

যুবক আসলে পরকীয়া করছেন, এ কথা জানতে পেরে তাঁর সঙ্গে যেতে রাজি হননি প্রেমিকা। সেই রাগে প্রেমিকার বাবার ছোট লরি এবং সব্জির দোকানে আগুন লাগিয়ে দেন ওই যুবক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২২ ১১:১২
Share:

প্রতীকী ছবি। ছবি- পিটিআই

প্রেমিকাকে নিয়ে পালাতে চেয়েছিলেন বিবাহিত যুবক। কিন্তু যুবক পরকীয়া করছেন, এ কথা জানতে পেরে তাঁর সঙ্গে যেতে রাজি হননি প্রেমিকা। সেই রাগে প্রেমিকার বাবার ছোট লরি এবং সব্জির দোকানে আগুন লাগিয়ে দিলেন ওই যুবক।

Advertisement

এমনই ঘটেছে মহারাষ্ট্রের নাগপুর জেলার ওয়াঘাড়া গ্রামে। গত মঙ্গলবারের এই ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত যুবককে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবক বিবাহিত। মনোমালিন্যের কারণে ৭ সাম আগে তাঁকে ছেড়ে অন্যত্র থাকতে শুরু করেন তাঁর স্ত্রী। কিন্তু তাঁদের বিবাহবিচ্ছেদ হয়নি। তারপরেই নতুন প্রেমে জড়িয়ে পড়েন ওই যুবক।

কিন্তু ৭ মাস ধরে প্রেম করলেও, তিনি যে বিবাহিত, এ কথা প্রেমিকাকে জানাননি ওই যুবক। কিন্তু পরে তাঁর প্রেমিকা সবটা জানতে পারেন এবং যুবকের সঙ্গে পালিয়ে যেতে রাজি হননি। সেই রাগেই প্রেমিকার বাবার দোকান এবং গাড়িতে আগুন লাগিয়ে দেন তিনি। প্রেমিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে ওই যুবকের বিরুদ্ধে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement