Free Electricity

বিনামূল্যে বিদ্যুতের আশ্বাস! কংগ্রেস ক্ষমতায় আসতেই বিল দেওয়া বন্ধ কর্নাটকের বহু গ্রামে!

চিত্রদুর্গ, কালবুর্গি, কোপ্পাল জেলার গ্রামগুলিতে বিদ্যুৎ দফতরের কর্মীরা মিটার রিডিংয়ের পর যখন বিল ধরিয়ে দেয় গ্রামবাসীদের হাতে, তাঁরা দাবি করেন, এই বিলের টাকা মেটাবেন না।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

বেঙ্গালুরু শেষ আপডেট: ১৮ মে ২০২৩ ১৮:১৬
Share:

বিদ্যুতের বিল দিতে অস্বীকার গ্রামবাসীদের। প্রতীকী ছবি।

সদ্য বিধানসভার নির্বাচনের ফল বেরিয়েছে কর্নাটকে। ক্ষমতায় ফিরেছে কংগ্রেস। নির্বাচনের আগে কংগ্রেস ঘোষণা করেছিল, যদি তাদের ক্ষমতায় আনা হয়, তা হলে কর্নাটকবাসীদের ২০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে। সরকার গঠন হতে না হতেই বিনামূল্যে বিদ্যুতের দাবি উঠল রাজ্যের বেশ কয়েকটি গ্রামে।

Advertisement

চিত্রদুর্গ, কালবুর্গি, কোপ্পাল জেলার গ্রামগুলিতে বিদ্যুৎ দফতরের কর্মীরা মিটার রিডিংয়ের পর যখন বিল ধরিয়ে দেয় গ্রামবাসীদের হাতে, তাঁরা দাবি করেন, এই বিলের টাকা মেটাবেন না। কারণ কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছিল ভোটে জিতলেই বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হবে।

এক গ্রামবাসী বলেন, “আমরা কেন বিলের টাকা মেটাব? বিলের টাকা মেটাবেন সিদ্দারামাইয়া এবং শিবকুমার। ওঁরা তো ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, বিদ্যুতের বিলের টাকা দিতে হবে না। তবে এখন কেন চাওয়া হচ্ছে? ভোটযন্ত্রের বোতাম যখন টিপেছিলাম, তখনই স্থির হয়ে গিয়েছিল আমরা এ বার থেকে বিনামূল্যে বিদ্যুৎ পাব!”

Advertisement

কোপ্পাল জেলার এক গ্রামবাসী আবার বলেন, “আমার বিদ্যুৎ বিল দেব না। আমাদের কেন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে, বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হবে? তা হলে এখন কেন বিদ্যুতের বিলের টাকা চাওয়া হচ্ছে? কংগ্রেস ক্ষমতায় আসতেই বিনামূল্যে বিদ্যুতের বিষয়টি পাকা হয়ে গিয়েছে। এখন আমাদের সামনে যা-ই আসুক না কেন, বিলের টাকা মেটাব না।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement