ছবি টুইটার।
মণিপুরের ননে জেলায় ভয়াবহ ধস নামল। এখনও পর্যন্ত সাত জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কমপক্ষে ৪৫ জন নিখোঁজ।
টুপুল স্টেশনের কাছে ভারতীয় সেনার ১০৭ টেরিটোরিয়াল আর্মির ক্যাম্পে ধস নেমেছে। জোরকদমে উদ্ধারকাজ শুরু হয়েছে। সেনা ও রেল কর্তৃপক্ষের সঙ্গে হাত মিলিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী।
জানা গিয়েছে, এখনও পর্যন্ত ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদের ননে সেনা মেডিক্যাল ইউনিটে চিকিৎসা চলছে। খারাপ আবহাওয়া ও নতুন করে ধসের জেরে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। এক শিশু-সহ স্থানীয় গ্রামবাসীরা নিখোঁজ হয়েছেন। পাশাপাশি ছয়-সাত জন উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের কর্মীরও খোঁজ পাওয়া যাচ্ছে না।
ধ্বংসস্তূপে এখনও অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। সে রাজ্যের ধস পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ ও কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণোর সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।