বাস দুর্ঘটনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করল মধ্যপ্রদেশ সরকার। ছবি সংগৃহীত।
সেতু থেকে নীচে পড়ে গেল যাত্রিবাহী বাস। দুর্ঘটনায় কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও ২৫ জন। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের খারগোনে এলাকায়। শুরু হয়েছে উদ্ধারকাজ।
ইনদওরের দিকে যাচ্ছিল বাসটি। নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে নীচে পড়ে যায় বাস। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে মধ্যপ্রদেশ সরকার। গুরুতর আহতদের ৫০ হাজার টাকা এবং যাঁদের আঘাত গুরুতর নয়, তাঁদের ২৫ হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রীর দফতর থেকেও । মৃতদের পরিবারকে ২ লক্ষ করে টাকা এবং আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে। কী ভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।