স্পা সেন্টারে যৌনব্যবসা চালানো অভিযোগ ভোপালে। প্রতীকী ছবি।
ভোপালের চারটি জায়গায় বড়সড় তল্লাশি অভিযান চালাল পুলিশ। শহরের বেশ কয়েকটি স্পা সেন্টারে রমরমিয়ে যৌনব্যবসা চলার খবর পেয়েছিল তারা। সেই স্পা সেন্টারগুলি প্রথমে চিহ্নিত করা হয়। তার পরই শনিবার ওই স্পা সেন্টারগুলিতে অভিযান চালানো হয়। ১৮টি সেন্টারে তল্লাশি চালিয়ে পুরুষ এবং মহিলা-সহ ৬৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে ৩৩ জন পুরুষ এবং ৩৫ জন মহিলা রয়েছেন। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, বেশ কয়েক দিন ধরেই তাঁদের কাছে খবর আসছিল শহরের কয়েকটি স্পা সেন্টারে যৌনব্যবসা চলছে। স্থানীয় সূত্রকে কাজে লাগিয়ে খোঁজ নেয় পুলিশ। ওই স্পা সেন্টারগুলিতে প্রতি দিনই সন্দেহজনক ভাবে লোকজনের আনাগোনা চলত। তা দেখেই স্থানীয়দের সন্দেহ হয়। শহরের বিভিন্ন থানায় একের পর এক অভিযোগ জমা পড়তে থাকে। সেই অভিযোগ পাওয়ার পরই অপরাধদমন শাখা, মহিলা থানাগুলিকে সতর্ক করা হয়।
২৫০ জনের একটি দল গঠন করে কমলা নগর, এমপি নগর, হাবিবগঞ্জ এবং বাগ সেওয়ানিয়ার ১৮টি স্পা সেন্টারে তল্লাশি চালানো হয়। তখনই বিষয়টি প্রকাশ্যে আসে। ওই সেন্টারগুলি থেকে বহু নথি এবং অশ্লীল জিনিস উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।