Covid Vaccine

করোনা টিকা নিতে ব্রিটেনে যেতে চাইছেন বহু ভারতীয়, দাবি ট্রাভেল এজেন্টদের

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২০ ০৮:৩৮
Share:

প্রতীকী ছবি।

ফাইজার-বায়োএনটেকের টিকাকে ছাড়পত্র দেওয়ার ঘোষণার কথা শুনেই সে দেশে যাওয়ার জন্য বিভিন্ন ভ্রমণ সংস্থার কাছে খোঁজ নিতে শুরু করেছেন বহু ভারতীয়। বুধবার এমনই দাবি করেছে ভারতের বেশ কয়েকটি ট্রাভেল এজেন্ট। বুধবারই ব্রিটেন ঘোষণা করেছে আগামী সপ্তাহ থেকে টিকাকরণ কর্মসূচি শুরু হচ্ছে। তবে এই কর্মসূচি হবে অগ্রাধিকারের ভিত্তিতে।

Advertisement

এক ভ্রমণ সংস্থা তো ইতিমধ্যেই ভারতীয়দের জন্য ব্রিটেনে তিন রাত্রির প্যাকেজ ঠিক করে ফেলেছে। মু্ম্বইয়ের এক ট্রাভেল এজেন্ট সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, টিকার ঘোষণার কথা শোনার পর থেকেই তাঁদের কাছে বহু মানুষ জানতে চাইছেন টিকা নিতে গেলে কী ভাবে, কখন যাওয়া যাবে ব্রিটেনে। তিনি বলেন, “অনুসন্ধান করতে আসা লোকজনকে বলেছি, ভারতীয়রা সেখানে টিকা পাবেন কি না এটা এখনই বলা সম্ভব নয়। কারণ ব্রিটিশ সরকার আগেই ঘোষণা করেছে অগ্রাধিকারের ভিত্তিতে প্রথমে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদেরই টিকা দেওয়া হবে।” তাঁর দাবি, এত কিছু বলা সত্ত্বেও লোকের উত্সাহে ভাটা পড়েনি।

ইজমাইট্রিপ ডট কম-এর সিইও নিশান্ত পিট্টি জানান, এই সময়টা লন্ডন সফরের খুব একটা উপযোগী নয়। কিন্তু ফাইজার-এর টিকাকরণ কর্মসূচি ঘোষণার পরই বহু ভারতীয় যাঁদের ব্রিটেন যাওয়ার ভিসা রয়েছে, তাঁরা সেখানে যাওয়ার বিষয়ে বেশ কিছু তথ্য জানতে চাইছেন।

Advertisement

ভারত থেকে কেউ গেলে তাঁদের কোয়রান্টিন বাধ্যতামূলক কি না এবং ভারতের পাসপোর্টধারীরা এই টিকা পাওয়ার উপযুক্ত কি না— এ রকম বেশ কয়েকটি বিষয়ে ব্রিটিশ সরকারের কাছ থেকে তাঁরা পরিষ্কার হয়ে নিতে চাইছেন বলেও জানান পিট্টি। যাঁরা শুধুমাত্র টিকার জন্য ব্রিটেনে যেতে চাইছেন, তাঁদের জন্য তাঁর সংস্থা ৩ রাতের প্যাকেজও তৈরি করেছে বলেও জানান তিনি।

শুধু তাই নয়, ইতিমধ্যেই একটি বিমান সংস্থার সঙ্গে বিমানের আসনের নির্দিষ্ট দামের বিষয়ে কথাবার্তাও চালাচ্ছে পিট্টির সংস্থা। তিনি বলেন, “লন্ডনের বেশ কয়েকটি হোটেলের সঙ্গেও চুক্তি করা হচ্ছে। সেখানকার একটি হাসপাতালের সঙ্গেও আলোচনা চলছে, যাতে ভ্রমণকারীদের প্যাকেজের মধ্যে এই সুবিধা দেওয়া যায়।

বেঙ্গালুরুর একটি ভ্রমণ সংস্থা আবার জানিয়েছে, কোয়রান্টিনে থাকতে হবে না, শুধুমাত্র টিকা নিয়েই ফিরে আসা যাবে, এমন আবেদনও তাদের কাছে এসেছে।

ব্রিটেনের নতুন নিয়ম বলছে, ১৫ ডিসেম্বর থেকে যে সব মানুষ বিদেশ থেকে আসবেন তাঁদের ৫ দিন সেল্ফ আইসোলেশনে থাকতে হবে। ষষ্ঠ দিনে আরটি-পিসিআর পরীক্ষা করাতে হবে। পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলে তবেই ষষ্ঠ দিন থেকে আইসোলেশন থেকে বেরিয়ে আসতে পারবেন তাঁরা।

টিকাকরণ কর্মসূচিকে ঘিরে ব্রিটেনে যাওয়ার যে উৎসাহ দেখা দিচ্ছে ভারতীয়দের মধ্যে সে প্রসঙ্গে ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (টিএএআই)-র প্রেসিডেন্ট জ্যোতি ময়াল অবশ্য বলেছেন, টিকা নিয়ে ব্রিটেনে কী পরিস্থিতি হচ্ছে এখন সে দিকেই অধীর আগ্রহে নজর রাখছেন অনেকেই।

ব্রিটেনে গিয়ে ফাইজার-এর টিকা নিতে পারবেন কি না, বা আদৌ এ ব্যাপারে সে দেশে সরকার অনুমোদন দেবে কি না সে বিষয় নিয়ে কোনও স্পষ্ট ধারণা নেই কারও। তার পরেও এই টিকা নিয়ে যে উৎসাহ দেখাচ্ছেন লোকজন এবং ব্রিটেনে যাওয়ার জন্য বিভিন্ন ট্রাভেল এজেন্টের কাছে দৌড়ে বেড়াচ্ছেন তা সত্যিই আশ্চর্যের বলে অভিমত বিশেষজ্ঞদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement