দ্রুত সুস্থ হয়ে উঠছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ।
দ্রুত সুস্থ হয়ে উঠছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। যদি সব কিছু ঠিকঠাক থাকে, তবে আগামী তিন-চার দিনের মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে বলে জানালেন এমস-এর প্রাইভেট ওয়ার্ডের নিউরো-কার্ডিওলজি বিভাগের এক পদস্থ কর্তা।
ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন মনমোহন। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এ তাঁকে ভর্তি করানো হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রীর অবস্থার যে উন্নতি হয়েছে, শনিবার দুপুর নাগাদই তা জানানো হয়েছিল। এ বার নিউরো-কার্ডিওলজি বিভাগের ওই পদস্থ কর্তা আনন্দবাজার অনলাইনকে জানালেন, ডেঙ্গি হলে সাধারণত রক্তে অনুচক্রিকার সংখ্যা কমে যায়। শনিবার সন্ধ্যায় দেখা গিয়েছে, মনমোহনের রক্তে অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের খুব কাছাকাছিই রয়েছে। তবে তাঁর হৃদযন্ত্রে কিছু সমস্যা রয়েছে। শরীরে রক্তচাপও কিছুটা বেশি। মূলত তাই নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকেরা।
তিনি আরও জানান, মনমোহনের হৃদযন্ত্রের সমস্যা ও রক্তচাপ নিয়ন্ত্রণে আনা সম্ভব হলে এবং রক্তে অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিক হলে তাঁকে তিন-চার দিনের মধ্যে ছেড়ে দেওয়া হতে পারে।
জ্বর হওয়ার পর দুর্বল বোধ করায় বুধবার সন্ধ্যায় ৮৯ বছর বয়সি কংগ্রেস নেতাকে ভর্তি করানো হয় এমস-এ। তাঁকে দেখতে এমসে গিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মণ্ডবীয়। টুইট করে প্রাক্তন প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।