কয়েক দিন আগে সিসৌদিয়ার বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। ফাইল চিত্র।
মণীশ সিসৌদিয়ার আশঙ্কাই সত্যি হল। বাড়িতে তল্লাশি অভিযানের পর এ বার দিল্লির উপমুখ্যমন্ত্রীর লকার খুলল সিবিআই। মঙ্গলবার সকালে দিল্লিতে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের শাখায় হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল। সিসৌদিয়ার লকার খতিয়ে দেখতেই অভিযান বলে সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে।
মঙ্গলবার তাঁর লকার খতিয়ে দেখবে সিবিআই— এ কথা সোমবারই দাবি করেছিলেন সিসৌদিয়া। সোমবার টুইটারে মণীশ লেখেন, ‘মঙ্গলবার সিবিআই আমাদের ব্যাঙ্ক লকার তল্লাশি করতে আসছে। ১৯ অগস্ট আমার বাড়িতে ১৪ ঘণ্টা তল্লাশি চালিয়ে কিছু পাওয়া যায়নি। আমার লকারেও কিছু মিলবে না। স্বাগত সিবিআই। আমি এবং আমার পরিবার তদন্তে পূর্ণ সহযোগিতা করব।’
প্রসঙ্গত, কয়েক দিন আগে দিল্লিতে আবগারি নীতিতে অনিয়মের অভিযোগে সিসৌদিয়ার বাড়ি-সহ আরও বেশ কয়েকটি এলাকায় তল্লাশি অভিযান চালায় সিবিআই। প্রায় ১৪ ঘণ্টা ধরে দিল্লির উপমুখ্যমন্ত্রীর বাড়িতে অভিযান চালানো হয়। তল্লাশির শেষে সিসৌদিয়া বলেছিলেন, ‘‘সকালে সিবিআই আমার বাড়িতে এসেছিল। ওরা তল্লাশি চালিয়েছে, আমার কম্পিউটার এবং ফোন বাজেয়াপ্ত করেছে। এ ছাড়া কিছু ফাইল নিয়ে গিয়েছেন তদন্তকারী আধিকারিকেরা। আমি এবং আমার পরিবার তদন্তকারী আধিকারিকদের পূর্ণ সহযোগিতা করেছি। আগামী দিনেও তা করা হবে। আমি কোনও দুর্নীতি করিনি। তাই আমি ভয় পাই না।’’
এই ঘটনাপ্রবাহের মধ্যেই কেজরীর মন্ত্রী দাবি করেন যে, আপ সরকারকে ক্ষমতাচ্যুত করতে চাইছে বিজেপি। তাঁকে বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে টুইটারে লিখেছিলেন, ‘আমার কাছে বিজেপির বার্তা এসেছে— আপ ভেঙে বিজেপিতে যোগ দিন, সিবিআই-ইডির সব মামলা বন্ধ করে দেওয়া হবে! বিজেপিকে আমার জবাব— আমি মহারানা প্রতাপের বংশধর, আমি রাজপুত। মাথা কেটে ফেলব কিন্তু দুর্নীতিবাজ-ষড়যন্ত্রকারীদের সামনে মাথা নত করব না। আমার বিরুদ্ধে সব মামলা মিথ্যে, যা খুশি করতে পারেন।’
পরে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (আপ) প্রধান অরবিন্দ কেজরীবালও বিজেপির বিরুদ্ধে তাঁর দল ভাঙানোর অভিযোগ করে সরব হন। এ নিয়ে তপ্ত দিল্লির রাজনীতি। এই আবহে সিসৌদিয়ার লকার খতিয়ে দেখতে যে ভাবে অভিযান চালাল তদন্তকারী সংস্থা, তাতে এই সঙ্ঘাত আরও বাড়বে বলেই ধারণা।