Congress

Covid-19: ইডি-র তলবের পরেই করোনা আক্রান্ত সনিয়া, রিপোর্ট পজিটিভ আসায় গেলেন নিভৃতবাসে

ন্যাশনাল হেরাল্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রাহুলকে ২ জুন এবং সনিয়াকে ৮ জুন ইডি-র দফতরে হাজির হওয়ার কথা বলা হয়েছে নোটিসে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ জুন ২০২২ ১২:৫৮
Share:

সনিয়া গাঁধী। ফাইল চিত্র।

করোনা আক্রান্ত হয়েছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। বৃহস্পতিবার দলের মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা এ কথা জানিয়ে বলেছেন, ‘‘বুধবার সন্ধ্যায় সনিয়া গাঁধীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তবে মৃদু জ্বর থাকলেও তাঁর শরীরে গুরুতর উপসর্গ নেই।’’ কংগ্রেস সভানেত্রী নিভৃতবাসে রয়েছেন বলে জানিয়েছেন সুরজেওয়ালা।

ন্যাশনাল হেরাল্ড মামলায় বেআইনি ভাবে অর্থ লেনদেনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য আগামী ৮ জুন সনিয়াকে তলব করেছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার নোটিস পাঠানো হয়েছে তাঁকে।

Advertisement

কংগ্রেস সূত্রের খবর, আসন্ন রাজ্যসভা ভোটের জন্য গত কয়েক দিন ধরে বিভিন্ন রাজ্যের কংগ্রেস নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন সনিয়া। প্রসঙ্গত, ন্যাশনাল হেরাল্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রাহুল গাঁধীকেও বুধবার পৃথক নোটিস পাঠিয়েছিল ইডি। বৃহস্পতিবার তাঁকে ইডি-র দফতরে হাজির হতে বলা হয়েছিল। কিন্তু তিনি যাননি।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement