Manipur

Manipur landslide: মণিপুরে ধসে মৃত ৮১! ধ্বংসস্তূপে আটকে আরও ৫৫ জন, ‘সবচেয়ে খারাপ ঘটনা’, বললেন মুখ্যমন্ত্রী

মণিপুরে ভয়াবহ ধসে এখনও পর্যন্ত মোট ৮১ জনের মৃত্যু হয়েছে। এ খবর জানিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ। জোরকদমে চলছে উদ্ধারকাজ।

Advertisement

সংবাদ সংস্থা

ইম্ফল শেষ আপডেট: ০২ জুলাই ২০২২ ০৯:১৫
Share:

ফাইল চিত্র।

রাজ্যের ইতিহাসে ‘সবচেয়ে খারাপ ঘটনা’— মণিপুরে ভয়াবহ ধস প্রসঙ্গে এই মন্তব্য করলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ। ধসের জেরে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮১। উদ্ধারকাজ সরেজমিনে খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী।

Advertisement

সংবাদসংস্থাকে বীরেন সিংহ বলেছেন, ‘‘রাজ্যের ইতিহাসে সবচেয়ে খারাপ ঘটনা। ৮১ জনকে আমরা হারিয়েছি। যাঁদের মধ্যে ১৮ জন টেরিটোরিয়াল আর্মির জওয়ান। প্রায় ৫৫ জন এখনও ধ্বংসস্তূপে আটকে রয়েছেন। মৃতদেহগুলি উদ্ধার করতে আরও দু’তিন দিন সময় লাগবে।’’

উদ্ধারকাজে সাহায্যের জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও সেনা জওয়ানদের পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। ভারতীয় সেনার তরফে বলা হয়েছে, ‘‘টেরিটোরিয়াল আর্মির জওয়ানদের দেহ সসম্মানে তাঁদের বাড়িতে পাঠানো হচ্ছে। এখনও ১৫ জন জওয়ানের খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ ২৯ জন বাসিন্দাও। তাঁদের উদ্ধারকাজ চালানো হচ্ছে।’’

Advertisement

গত বৃহস্পতিবার টুপুল রেল স্টেশনের কাছে ধস নামে। সেখানেই ১০৭ টেরিটোরিয়াল আর্মির ক্যাম্প ছিল। খবর পেয়ে মণিপুরের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রের তরফে সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement