Jagannath Temple

জগন্নাথ দর্শনে চাই নেগেটিভ নথি 

মন্দিরের ভিতরে যত্র তত্র স্পর্শ করা বা মাথা ঠেকানো চলবে না। বাইরে থেকে ফুল বা প্রদীপ, এ সব কিছু হাতে মন্দিরে ঢোকাও যাবে না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২০ ০৪:১৯
Share:

পুরীর মন্দির খোলার পরে। বুধবার। পিটিআই

স্বাভাবিকতায় ফেরার পথে পুরীর মন্দিরে প্রথম দিনের ব্যবস্থাপনায় বুধবার ওড়িশা সরকার তথা স্থানীয় প্রশাসন মোটের উপরে সন্তুষ্ট। ৩ জানুয়ারি থেকে পুরীর বাইরে যে কোনও জায়গার দর্শনার্থীই জগন্নাথদেবকে দর্শন করতে পারবেন। তবে এর কিছু শর্ত আছে।

Advertisement

বুধবার ভুবনেশ্বর থেকে ওড়িশার অতিরিক্ত মুখ্যসচিব সুরেশ মহাপাত্র বলেন, ‘‘৩ জানুয়ারি থেকে প্রভু জগন্নাথের মন্দির সবার জন্য খোলা। কিন্তু পুরীর বাইরের ভক্তদের কোভিড নেগেটিভ শংসাপত্র দেখাতে হবে। তবেই মিলবে জগন্নাথ দর্শনের সুযোগ।’’ তিনি জানান, মন্দিরের ভিতরে বসে প্রসাদ খাওয়া নিষেধ। মন্দিরের ভিতরে যত্র তত্র স্পর্শ করা বা মাথা ঠেকানো চলবে না। বাইরে থেকে ফুল বা প্রদীপ, এ সব কিছু হাতে মন্দিরে ঢোকাও যাবে না। এত দিন শুধু সেবায়েতদেরই নিজের নিজের কাজের সময় মন্দিরে ঢোকার অনুমতি ছিল। বুধবার তাঁদের পরিবার-পরিজন মন্দিরে ঢুকেছেন। বর্ষীয়ান সেবায়েত রামচন্দ্র দয়িতাপতি বলেন, ‘‘সব কিছুই মসৃণ ভাবে হয়েছে। ৭০০-৮০০ জন এ দিন দর্শন করেছেন।’’ শনিবার, ২৬ ডিসেম্বর থেকে পুরীর সাধারণ ভক্তেরা পালা করে স্থানীয় পুরপ্রশাসনের বেঁধে দেওয়া সময়ে দর্শনের সুযোগ পাবেন। ১ ও ২ জানুযারি ভিড়ের আশঙ্কায় আবার মন্দির বন্ধ থাকবে।

আরও পড়ুন: ফিউচারকে নিয়ন্ত্রণে অ্যামাজনের প্রচেষ্টা আইন ভাঙার শামিল: আদালত

Advertisement

আরও পড়ুন: ফের কমল সংক্রমণের হার, আশঙ্কা জাগাচ্ছে কলকাতায় দৈনিক আক্রান্তের সংখ্যা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement