অনুপ্রবেশ বিতর্কে মনোজ

প্রশ্ন উঠছে, এনআরসি-র পক্ষে সওয়াল করতেই কি ‘বিদেশি অনুপ্রবেশকারী’ শব্দবন্ধ ব্যবহার করেছেন মনোজ? না হলে, পরশুরামের মুখে হঠাৎ বিদেশি অনুপ্রবেশকারীর প্রসঙ্গ েকন?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০১৯ ০২:৪০
Share:

দিল্লির বিজেপি সভাপতি মনোজ তিওয়ারি।—ছবি পিটিআই।

অঙ্গদের মুখে ‘সার্জিকাল স্ট্রাইক’ বাণীর পরে এ বার পরশুরামের মুখে ‘বিদেশি অনুপ্রবেশকারী’! রামলীলার মঞ্চে রাজনীতি টেনে ফের বিতর্কে দিল্লির বিজেপি সভাপতি মনোজ তিওয়ারি।

Advertisement

বুধবার দিল্লিতে রামলীলার মঞ্চে পরশুরামের ভূমিকায় অভিনয় করছিলেন এক সময়ে ভোজপুরী ছবির এই জনপ্রিয় নায়ক-গায়ক। সেখানেই রামের হরধনু ভঙ্গের সভায় এসে ‘ডায়লগ’ হিসেবে তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘‘এত ভিড় কীসের? এখানে এত দেশের রাজা কেন এসেছেন?...এঁরা সব বিদেশি অনুপ্রবেশকারী না কি সত্যিই আমন্ত্রিত?’’

প্রশ্ন উঠছে, এনআরসি-র পক্ষে সওয়াল করতেই কি ‘বিদেশি অনুপ্রবেশকারী’ শব্দবন্ধ ব্যবহার করেছেন মনোজ? না হলে, পরশুরামের মুখে হঠাৎ বিদেশি অনুপ্রবেশকারীর প্রসঙ্গ কেন?

Advertisement

২০১৬ সালে রামলীলাতেই কিষ্কিন্ধ্যার বানররাজ বালির পুত্র অঙ্গদের ভূমিকায় অভিনয়ের সময়ে সার্জিকাল স্ট্রাইকের প্রসঙ্গ টেনেছিলেন মনোজ। মঞ্চে সে বার রাবণ হনুমানের লঙ্কা দহনের প্রসঙ্গ তুলতেই অঙ্গদ-বেশী মনোজ বলেছিলেন, ‘‘ও সেই বানর? যিনি লঙ্কা পুড়িয়েছিলেন? ওই সার্জিকাল স্ট্রাইকওয়ালা?’’ পরে তিনি দাবি করেছিলেন, সার্জিকাল স্ট্রাইক মানে শত্রুর ঘরে ঢুকে তাকে মেরে নিরাপদে ফিরে আসা। বিশ্বে সেই নজির প্রথম হনুমানেরই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement