গাড়ি নিয়ে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা ব্যবসায়ীর। ছবি: সংগৃহীত।
গাড়িতে ধাক্কা মারা নিয়ে বচসা। আর তার জেরেই চার জনকে চাপা দিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল এক ব্যবসায়ীর বিরুদ্ধে। তার পরই ওই ব্যবসায়ীকে ঘিরে ধরে মারধর করেন উত্তেজিত জনতা। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে নভি মুম্বইয়ে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যবসায়ীর নাম দিগ্বিজয় শেলকে। ঘটনার সূত্রপাত পার্ক করে রাখা একটি গাড়িতে স্কুটারের ধাক্কাকে কেন্দ্র করে। একটি হোটেলের সামনে গাড়ি পার্ক করে রেখেছিলেন আয়ুষ পাটিল নামে এক ব্যক্তি। বন্ধুদের সঙ্গে হোটেলের সামনেই গল্প করছিলেন। সেই সময় পাশেরই একটি আবাসনের নিরাপত্তারক্ষীর ভাই আয়ুষের গাড়িতে এসে ধাক্কা মারেন বলে অভিযোগ। আয়ুষের দাবি, মত্ত অবস্থায় ছিলেন তিনি।
আয়ুষ এবং তাঁর বন্ধুরা মিলে ওই ব্যক্তির কাছে গাড়ির ক্ষতিপূরণ চান। কিন্তু তিনি দিতে রাজি হননি। অভিযোগ, উল্টে তিনি শাসাতে থাকেন। তার পরই তাঁর দাদাকে ফোন করে ঘটনাটি জানান। ঘটনাচক্রে ওই আবাসনের নিরাপত্তারক্ষীর কাজ করেন ভীম তামারকার। ভাইয়ের ফোন পেয়েই তিনি আবাসনের বাসিন্দা দিগ্বিজয়কে ঘটনাটি জানান। দিগ্বিজয় তখন নিজের গাড়ি নিয়ে হোটেলের সামনে আসেন। আয়ুষদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। অভিযোগ, তার পরই দিগ্বিজয় গাড়িতে উঠে আয়ুষদের ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু পালাতে পারেননি। তার আগেই দিগ্বিজয়ের গাড়ি ঘিরে ফেলেন হোটেলের আশপাশে থাকা লোকজন। তার পর গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। দিগ্বিজয়ের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করা হয়েছে। তিনি পাল্টা আয়ুষদের বিরুদ্ধে হামলার অভিযোগ দায়ের করেছেন। দিগ্বিজয় এবং তাঁর গাড়িটিকে আটক করেছে পুলিশ।