Ahmedabad

Ahmedabad: সকলের চোখে ‘হিরো’ হতে পুলিশকে চ্যালেঞ্জ যুবকের, তার পর যা হল…

ভিডিয়োটি ভাইরাল হতেই আমদাবাদ পুলিশের অপরাধদমন শাখা তদন্তে নামে। রাজস্থান থেকে যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২২ ১৮:২০
Share:

অভিযুক্ত যুবক।

আইন বানানোর কাজ সরকারের, আর তা ভাঙার কাজ মানুষের। সামনে মদের বোতল রেখে একটি ছবির ডায়লগ বলতে বলতেই ভিডিয়ো বানিয়েছিলেন এক যুবক। সেই ভিডিয়োর মাধ্যমেই পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। নেটমাধ্যমে সেই ভিডিয়ো ছেড়ে সকলের কাছে ‘হিরো’ হতে গিয়ে শেষমেশ গ্রেফতার হলেন।

Advertisement

ভিডিয়োটি ভাইরাল হতেই আমদাবাদ পুলিশের অপরাধদমন শাখা তদন্তে নামে। রাজস্থান থেকে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত যুবক অবৈধ মদ ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানিয়েছে, এর আগেও অবৈধ কাজকর্মে জড়িতে থাকার অভিযোগে ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। শুধু তাই নয়, ২০২০ সালে গাড়ি জ্বালিয়ে দেওয়া, মারপিট এবং প্রাণনাশের হুমকি দেওয়ার মতো একাধিক অভিযোগ রয়েছে যুবকের বিরুদ্ধে। তদন্তে পুলিশ জানতে পেরেছে যে, জামালপুর এলাকায় বন্ধুদের সঙ্গে মদ্যপানের পর ভিডিয়োটি বানিয়েছিলেন। পুলিশের কাছে যুবক দাবি করেছেন যে, এই ডায়লগ বলে নেটমাধ্যমে ‘বিখ্যাত’ হওয়ার চেষ্টা করেছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement