ছবি: সংগৃহীত।
রেলের কামরার দরজা দিয়ে বিপজ্জনক ভাবে ঝুলছিলেন এক মহিলা। দরজার হাতল ফস্কে প্লাটফর্ম ও ট্রেনের মাঝখানের অংশে পড়ে গিয়ে বেঁচে গেলেন তিনি। রক্ষাকর্তা হয়ে ছুটে এলেন রেলপুলিশের এক কনস্টেবল। প্রায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে মহিলাকে বাঁচিয়ে দিলেন তিনি। কানপুর সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে ঘটে যাওয়া সেই নাটকীয় ঘটনার দৃশ্য সম্প্রতি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। কানপুর থেকে দিল্লি যাচ্ছিলেন ওই মহিলা। সন্তানেরা ট্রেনে উঠতে না পারায় দিশাহারা হয়ে পড়েছিলেন তিনি। তখনই এই দুর্ঘটনাটি ঘটে যায়। সেই ঘটনার ভিডিয়োই সম্প্রতি ভাইরাল হয়েছে সমাজমাধ্যম এক্সে। ‘প্রিয়ারাজপুতলাইভ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি প্রকাশিত হয়েছে (যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা তাঁর পরিবারের সঙ্গে কানপুর সেন্ট্রাল রেলওয়ের প্ল্যাটফর্ম ১ থেকে ট্রেনে উঠেছিলেন। ট্রেনটি চলতে শুরু করার পর তিনি বুঝতে পেরেছিলেন যে, তাঁর সন্তানেরা ট্রেনে উঠতে পারেননি। সন্তানদের সাহায্য করার জন্য মরিয়া হয়ে তিনি চলন্ত ট্রেন থেকে ঝুঁকে পড়েন ও সাহায্যের জন্য কান্নাকাটি করতে থাকেন। হঠাৎ করেই মহিলা ভারসাম্য হারিয়ে ট্রেন এবং প্ল্যাটফর্মের মাঝখানের অংশে পড়ে যান, চলন্ত কোচটি তাঁকেও খানিকটা টেনে-হিঁচড়ে নিয়ে যেতে থাকে। সেখানেই দাঁড়িয়েছিলেন কনস্টেবল অনুপ কুমার প্রজাপতি। বিদ্যুৎগতিতে ছুটে এসে কয়েক সেকেন্ডের মধ্যেই মাঝের অংশ থেকে মহিলাকে উদ্ধার করেন তিনি। প্রাণ বেঁচে যায় ওই মহিলার। অতি তৎপরতার সঙ্গে মহিলার প্রাণ বাঁচানোর জন্য অনুপের প্রশংসা করেন রেল আধিকারিকেরা। ধন্যবাদ জানায় মহিলার পরিবারও।