Man Killed Stepdaughter

মাঝরাতে কেঁদে উঠেছিল এক বছরের শিশু, আছড়ে মেরেই ফেললেন সৎ বাবা!

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত দিন মজুরের কাজ করেন। মাস কয়েক আগে নিজের স্বামীকে ছেড়ে শিশুটির মা জিতুর সঙ্গে থাকতে শুরু করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ২২:০৯
Share:

শিশুকন্যাকে আছাড় মেরে খুন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

এক বছরের শিশুকন্যাকে আছাড় মেরে খুন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ওই যুবক সম্পর্কে শিশুটির সৎ বাবা। রাজস্থানের কোটার ঘটনা। তার পর থেকে ফেরার অভিযুক্ত। তাঁর খোঁজ চলছে। পুলিশ জানিয়েছে, সোমবার রাতে শিশুটি কেঁদে উঠেছিল। বিরক্ত হয়ে তাকে আছাড় মারেন জিতু নামের ওই যুবক।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত দিন মজুরের কাজ করেন। মাস কয়েক আগে নিজের স্বামীকে ছেড়ে শিশুটির মা জিতুর সঙ্গে থাকতে শুরু করেন। নিজের সঙ্গে শিশুটিকেও নিয়ে আসেন তরুণী। তিনি থানায় অভিযোগ করে জানান, সোমবার রাতে শিশুটি কেঁদে ওঠে। তখনই রেগে তাকে আছাড় মারেন জিতু। পরের দিন সকালে শিশুটির সাড়া না পেয়ে তাকে হাসপাতালে নিয়ে যান তরুণী। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ আধিকারিক জিতেন্দ্র সিংহ জানিয়েছেন, শিশুটির ঠোঁট, গাল, পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে প্রায়ই মারধর করতেন জিতু। শিশুটির মা-ও সেই কথা স্বীকার করেছেন। শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জিতুর খোঁজ করছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement