নয়ডার রাস্তায় গাড়ি থেকে ‘টাকার বৃষ্টি’। ছবি: এক্স।
রাতের ফাঁকা রাস্তা। দ্রুত গতিতে ছুটছে গাড়ি। আর সেই গাড়ির জানলা দিয়েই বেরিয়ে আসছে গুচ্ছ গুচ্ছ টাকা! কারও ভুলে নয়, বরং গাড়িটির এক আরোহী নিজেই টাকা ছড়াচ্ছেন রাস্তায়। বলা ভাল, একের পর এক নোট তিনি রাস্তায় ফেলে দিচ্ছেন।
সম্প্রতি এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ঘটনাটি নয়ডার সেক্টর ১৯ এলাকার। ভিডিয়োতে দেখা গিয়েছে, কালো রঙের একটি রেঞ্জ রোভার গাড়ি ফাঁকা রাস্তায় ছুটছে। জানলা দিয়ে এক যুবক টাকা ওড়াচ্ছেন। নোটগুলি রাস্তায় উড়ে গিয়ে পড়ছে। ওই গাড়ির পাশে আরও একটি গাড়ি ছিল। সেখান থেকে ঘটনার ভিডিয়ো করা হয়। গত ২১ ফেব্রুয়ারি রাতে এই ভিডিয়োটি রেকর্ড করা হয় বলে খবর। ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভাইরাল ভিডিয়োর ভিত্তিতে পদক্ষেপ করে নয়ডা পুলিশ। গাড়িটিকে চিহ্নিত করে ওই আরোহীকে ধরা হয়। তাঁকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য শাস্তির মুখে পড়েছেন গাড়ির চালক। নয়ডা পুলিশ সমাজমাধ্যমে ভিডিয়োটি পোস্ট করে পদক্ষেপের কথা জানিয়েছে।
এই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই গাড়ির চালক এবং ওই যুবকের সমালোচনা করেছেন। একে অর্থের অপচয় এবং দেখনদারি বলে উল্লেখ করে এই ধরনের মানসিকতার নিন্দা করেছেন নেটাগরিকেরা।