parole

মাকে খুন করে জেলে গিয়েছিলেন, প্যারোলে ছাড়া পেয়ে ভাইকে পিটিয়ে খুন বৃদ্ধের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ২০০৫ সালে মাকে খুন করেছিলেন মোহনান। দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৯ জুন ২০২৪ ২১:৩৭
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

প্যারোলে জেল থেকে মুক্তি পেয়েছিলেন ৬৪ বছরের প্রবীণ। পুলিশ জানিয়েছে, বাড়ি ফিরে ভাইকে পিটিয়ে খুন করেছেন তিনি। কেরলের আদুরের ঘটনা।

Advertisement

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম মোহনান উন্নিথান। জেল থেকে বেরিয়ে ভাই সতীশ কুমারকে খুন করেছেন তিনি। সতীশ পন্নিভিজ়ার বাসিন্দা। তাঁর বয়স ৫৮ বছর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ২০০৫ সালে মাকে খুন করেছিলেন মোহনান। দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছিলেন তিনি।

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, শুক্রবার বিকেল ৫টা নাগাদ সতীশের বাড়িতে গিয়ে তাঁকে খুন করেন মোহনান। তার পর পালিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তার পরেই অভিযুক্তের খোঁজ শুরু করে তারা। এক ঘণ্টার মধ্যে মোহনানের খোঁজ পায় পুলিশ। তাঁকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement