Patna

মোষ পাচারকারী সন্দেহে বিহারে পিটিয়ে খুন, ধৃত ৬

পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে মহম্মদ আলমগীর নামে এক ব্যক্তিকে বেধড়ক মারধর করা হয় ফুলওয়ারি শরিফের কাছে।

Advertisement

সংবাদ সংস্থা

পটনা শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২০ ১৩:৫১
Share:

প্রতীকী ছবি।

মোষ পাচারকারী সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল বিহারে। বুধবার ঘটনাটি ঘটেছে রাজধানী পটনায়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত ৬ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে মহম্মদ আলমগীর নামে এক ব্যক্তিকে বেধড়ক মারধর করা হয় ফুলওয়ারি শরিফের কাছে। তাঁকে বেশ কিছু সময় ধরে মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় আলমগীরের।

প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি খাটাল থেকে মোষ চুরি করার সন্দেহে বেশ কয়েক জন আলমগীর এবং তাঁর এক সঙ্গীকে ঘিরে ফেলেন। তার পরই শুরু হয় এলোপাথাড়ি মারধর। সুযোগ পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে প্রাণ বাঁচান আলমগীরের সঙ্গী। কিন্তু আলমগীরকে অভিযুক্তরা মাটিতে ফেলে পেটায়। খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ। তল্লাশি চালিয়ে ৬ অভিযুক্তকে গ্রেফতার করে তারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement