Crime News

প্রেমিকাকে গলা টিপে খুন, নিজের গলাতেও ব্লেড চালিয়ে দিলেন যুবক, গ্রেফতার

নয়ডার সেক্টর ৬৩ এলাকায় এক যুবক তাঁর প্রেমিকাকে গলা টিপে খুন করেছেন বলে অভিযোগ। যুবক বিবাহিত। প্রেমিকা বিয়ের জন্য চাপ দেওয়ায় তিনি এই কাণ্ড ঘটিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৪ ১২:৪৫
Share:

—প্রতীকী চিত্র।

প্রেমিকাকে খুনের পর নিজেও আত্মহত্যার চেষ্টা করলেন যুবক। তবে তাঁর চেষ্টা সফল হয়নি। পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।

Advertisement

ঘটনাটি নয়ডার সেক্টর ৬৩ এলাকার। অভিযুক্ত যুবকের বয়স ৩৮ বছর। পুলিশ জানিয়েছে, তিনি বিবাহিত। কিন্তু তা সত্ত্বেও একই বাড়ির বাসিন্দা এক তরুণীর প্রেমে পড়েন। তাঁর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। পরে ওই তরুণী বিয়ের জন্য যুবককে চাপ দিচ্ছিলেন বলে অভিযোগ। সেই কারণেই যুবক তাঁকে খুন করেছেন।

মৃত তরুণীর বয়স ১৯ বছর। নয়ডার যে বাড়িতে যুবক থাকতেন, সেখানেই পরিবারের বাকি সদস্যদের নিয়ে থাকতেন তরুণী। সেই সূত্রে তাঁদের মধ্যে যোগাযোগ গড়ে ওঠে। বছর খানেক পর অন্যত্র চলে যান যুবক। তত দিনে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। পুলিশ সূত্রে খবর, তরুণী প্রায়ই বিয়ের জন্য যুবককে চাপ দিতেন।

Advertisement

গত বুধবার রাতে ওই তরুণী যুবকের বাড়িতে গিয়ে আবার বিয়ের কথা বলেছিলেন। যুবক তাঁকে জানিয়ে দেন, তিনি বিবাহিত। তাই বিয়ে করা তাঁর পক্ষে সম্ভব নয়। এ বিষয়ে তাঁদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। কথা কাটাকাটির পর যুবক একসময় প্রেমিকার গলা টিপে ধরেন। শ্বাসরুদ্ধ করে তাঁকে খুন করে ফেলেন।

এর পর যুবক নিজেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন। নিজের গলাতেই তিনি ব্লেড চালিয়ে দেন। পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। হাসপাতালে চিকিৎসার পর তাঁকে গ্রেফতার করে পুলিশ। তারা জানিয়েছে, যুবক খুনের সময়ে যে কাপড়টি ব্যবহার করেছিলেন, তা উদ্ধার করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement